পুজোয় ঘোরা কীভাবে? ঠাকুর দেখা যাবে? যা বললেন মমতা…

পুজোয় ঘোরা কীভাবে? ঠাকুর দেখা যাবে? যা বললেন মমতা…

944d99efb9c5038741f1c75e76d124e4

কলকাতা: সেপ্টেম্বর মাস শেষ হলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবের মরসুমে আনন্দে আত্মহারা হতে ইতিমধ্যেই প্রস্তুত বাঙালি কিন্তু আনন্দ এবং দুর্গাপুজোর মাঝে রয়েছে করোনা কাঁটা। আগেরবার অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল দুর্গাপুজোর সময়। আর এবারও একই জিনিস হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অক্টোবর মাসেই করোনার তৃতীয় ঢেউ সবথেকে বেশি সক্রিয় হবে বলে অনুমান করেছে বিজ্ঞানী এবং গবেষকরা। সেই প্রেক্ষিতে এবার দুর্গা পুজো কেমন হবে, সেই নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ‘দিলীপবাবুর নেতৃত্বটাই তো প্রশ্নচিহ্নের মুখে’, পাল্টা আক্রমণ চন্দ্রিমার

আজ পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠক করে তিনি জানালেন, সরকার সমস্ত রকম পদক্ষেপ করছে যাতে উৎসবের মরসুমে ভালো ভাবে কাটাতে পারে সকলে কিন্তু করোনাভাইরাস নিয়মবিধি মানতে হবে। পুজো করতে কোন অসুবিধা নেই তবে মাস্ক পড়তেই হবে এবং একই সঙ্গে সচেতন থাকতে হবে। মমতা জানান, মণ্ডপের মধ্যে মাস্ক দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং একই সঙ্গে ক্লাব চত্বরে সমাবেশ করতে হবে। যদিও পুজোর সময় ঠাকুর দেখা যাবে কিনা সেই ব্যাপারে এখনো কিছু সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এই ব্যাপারে নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর সহ আরও দুই কেন্দ্রে নির্বাচন সংঘটিত হতে চলেছে। অক্টোবর মাসের ৩ তারিখ ফলাফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *