‘ভুল’ শুধরে ৮৯ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা মমতার

একজনের জন্য সকলের কুৎসা কবেন না

কলকাতা: শিক্ষক দিবসে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তিনি বলেন, ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়গুলিতে ১০ হাজার অধ্যাপক নিয়োগ করা হয়েছে৷ আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ করা হবে৷ তবে চাকরি প্রসেস করতে সময় লাগে। একটু সময় দিন৷ সেই সঙ্গে তিনি আরও বলেন, একজন দোষ করেছে বলে সবাইকে ভুল বুঝবেন না৷ একটা ভুলের জন্য বাকি কাজগুলোকে ছোট করে দেখবেন না৷ 

আরও পড়ুন- আইনজীবীদের মধ্যে তুমুল বচসা, বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভ! হইহই হাইকোর্টে

মমতার কথায়, কাজ করতে গেলে ভুল হতেই পারে৷ মধ্যপ্রদেশে ভ্যাপম দুর্নীতি তো সকলেই দেখেছে৷ ৫৪ জন আত্মহত্যা করেছিলেন৷ সে রাজ্যের তদানীন্তন শিক্ষামন্ত্রীকে আজও গ্রেফতার করা হয়নি৷ আসলে নীচু তলায় কেউ কোনও দোষ করলে, দোষ হয় উপর তলার৷ 

তিনি আরও বলেন, কিছু ছেলেমেয়ে রাস্তায় বসেছিল৷ তাঁদের সঙ্গে দেখা করেছিলাম৷ তাঁদের চাকরি করে দেওয়ার কথাও বলেছিলাম৷ তৎকালীন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন এই সব প্রার্থীদের যোগ্য নম্বর নেই৷ তার পরেও চাকরি দিতে বলেছি৷ 

সেই সঙ্গে তিনি এও বলেন, সিপিএম আমলের কারও চাকরি খাইনি। সিপিএম আমলের একটা কাগজও খুঁজে পাবেন না। আমাদের আমলে কাগজ আছে বলে তাই ভুলটা ধরা পড়ছে। ওদর আমলের একটাও কাগজ নেই৷ কোনও ফাইল আমরা পাইনি৷ মুখ্যমন্ত্রী বলেন, বুদ্ধদেববাবু একবার বলেছিলেন, চোরেদের মন্ত্রিসভায় কাজ করব না৷ সে কথাটা মনে আছো তো?

তবে তাঁর জমানাতেও যে দুর্নীতি হয়েছে, সে কথা স্বীকার করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা আমার নেই। সব নিয়ন্ত্রণের ক্ষমতা ভগবানেরই নেই, আর আমি তো একটা মানুষ। আমার পক্ষে কী করে সম্ভব সব কিছু ঠিক করে দেওয়া। একজন যদি কোনও ভুল করে থাকে, তাহলে সবাইকে তা দিয়ে বিচার করা ঠিক নয়।

মমতার কথায়, সঙ্গদোষে ভালো মানুষকেও খারাপ করে দেয়৷ একজন ব্যক্তি মানুষের সততা তাঁর নিজের উপর নির্ভর করে। কে কতটা লোভী হবে, সেটা একান্তই তাঁর উপর নির্ভর করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কে কত টাকার মালিক হবে, তার প্রতিযোগিতা করে কী হবে। টাকা আজ আছে কাল নেই থাকে না। কিন্তু আদর্শ থেকে যাবে।

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা সুবিচার পাননি আমাদের আমলে পাবেন। শুধু একের পর এক পিআইএল করে ঘোঁট পাকাবেন না। আমরা সবার পাশে থাকতে চাই। সবার কথা ভাবতে চাই। সবাই একটু ধৈর্য্য ধরুন, আপনাদের নিয়োগ হবে। ৮৯ হাজার সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়।