হাওড়া: কেষ্টপুর জোড়া খুন-কাণ্ডে গ্রেফতার মাস্টারমাইন্ড সত্যেন্দ্র চৌধুরি৷ হাওড়া স্টেশন থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় তাকে৷ জানা যাচ্ছে, শুক্রবার হাওড়া থেকে ট্রেনে চেপে ভিন্ রাজ্যে পালানোর ছক কষেছিল সত্যেন্দ্র। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে পৌঁছয় বিধাননগর পুলিশের একটি বিশেষ দল। সাদা পোশাকে সেখানে হাজির হয়েছিলেন তাঁরা। স্টেশনে পা দিতেই সত্যেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে বিধাননগর কমিশনারেটে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন- ‘আমি চোর না ডাকাত, যে আটবে রাখবে আমাকে…’, ‘দিদি’ বীরের সম্মান দিতেই কনফিডেন্ট কেষ্ট
বাগুইআটির দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্করকে অপহরণ এবং হত্যার অভিযোগে সত্যেন্দ্রকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। বুধবার এই মামলায় তদন্তভার হাতে নেয় সিআইডি। কিন্তু, তদন্তে নেমে সত্যেন্দ্রর টিকি পেতে বেগ পেতে হয় অফিসারদের৷ জানা যায়, সত্যেন্দ্র বার বার তাঁর সিম কার্ড বদলানোয় তাঁর সঠিক লোকেশন বুঝতে পারছিলেন না তদন্তকারীরা৷ ফলে তার নাগাল পাওয়া যাচ্ছিল না। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার হাওড়া স্টেশন চত্বর থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, বুধবার বাগুইআটির জোড়া খুনের তদন্ত ভার নেওয়ার পর থেকেই তৎপর ছিল রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। বৃহস্পতিবার সকাল থেকেই তারা তদন্ত অভিযানে নেমে পড়েন৷ সত্যেন্দ্র যে অতিথিশালায় বসে খুনের ছক কষেছিল, সেখানে হানা দিয়ে তল্লাশি অভিযান চালায়। পরীক্ষা করে দেখেন খুনের জন্য ব্যবহার করা গাড়িটিও। এই তল্লাশি অভিযানের ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল সত্যেন্দ্র।
২২ অগাস্ট হঠাৎই নিখোঁজ হয়ে যায় বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র অতনু এবং অভিষেক৷ ২৪ অগাস্ট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়৷ দুই কিশোরের খোঁজ শুরু করলে পুলিশের হাতে বেশ কিছু তথ্য উঠে আসে। তাঁরা জানতে পারে, দুই কিশোরকে ‘অপহরণ’ করেছে তাদেরই এক পরিচিত। জানা যায় অপহরণকারী অতনুদের পাশের বাড়ির ‘জামাই’৷ নাম সত্যেন্দ্র চৌধুরি৷ পুলিশ জানতে পারে, অতনু বাইক কেনার জন্য সত্যেন্দ্রকে ৫০ হাজার টাকা দিয়েছিল৷ বাইক দেখার জন্যই তাকে ২২ অগাস্ট ডেকে পাঠান তিনি। অতনু তার তুতো ভাইকে সঙ্গে নিয়ে বাইক দেখতে যায়। ওই দিন রাতেই খুন করা হয় দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে। ২৩ অগাস্ট ন্যাজাট থানা এলাকা থেকে অতনু এবং ২৫ অগাস্ট হাড়োয়া থেকে উদ্ধার হয় অভিষেকের দেহ। এই ঘটনার ১৮ দিনের মাথায় গ্রেফতার মূলচক্রী সত্যেন্দ্র।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>