নন্দীগ্রামে মেগা ফাইট! আজই মনোনয়ন মমতার, অন্যদিকে রোড শো শুভেন্দুর

নন্দীগ্রামে মেগা ফাইট! আজই মনোনয়ন মমতার, অন্যদিকে রোড শো শুভেন্দুর

কলকাতা: একুশের ভোটে হাইভোল্টেজ নন্দীগ্রাম৷ একদিকে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে তাঁকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে এই কেন্দ্রে বিজেপি’র প্রার্থী শুভেন্দু অধিকারী৷ প্রার্থী হওয়ার পর মঙ্গলবার নন্দীগ্রামে প্রথম কর্মীসভা করেন মমতা৷ আর বুধবার দুপুরে মনোনয়ন জমা দেবেন তিনি৷ জানা গিয়েছে, দুপুর ১২টায় নন্দীগ্রাম শিব মন্দিরে পুজো দিয়ে চলে যাবেন হলদিয়ায়৷ দুপুর ২টো থেকে শুরু হবে তাঁর রোড শো৷ তারপর সাড়ে তিনটে নাগাদ মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো৷ 

আরও পড়ুন-  নন্দীগ্রামে বামেদের সঙ্গে সমঝোতা করেছে তৃণমূল! বিস্ফোরক অভিযোগ বিজেপির

এদিকে আজই নন্দীগ্রামে রোড শো করবেন শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রাম বাস স্ট্যান্ড উদ্বোধনের পর শুরু হবে তাঁর রোড শো৷ আজ একই দিনে নন্দীগ্রামে উপস্থিত থাকবেন এই কেন্দ্রেরই দুই হেভিওয়েট প্রার্থী৷ এদিকে আজই ঘোষণা হতে পারে নন্দীগ্রাম কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থীর নাম৷ 

দলের প্রার্থী তালিকা ঘোষণার করার আগেই মমতা জানিয়েছিলেন নন্দীগ্রাম থেকে লড়তে চান তিনি৷ এবার কেন তিনি ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়ালেন না গতকালের কর্মী সভায় সে কথাও স্পষ্ট জানান৷ বলেন, ‘‘ভবানীপুর  আমার নিজের ঘর ছিল৷ ওখানে কিছুই করতে হত না৷ ওখানে তো রোজই যাই৷ শেষ যখন নন্দীগ্রামে এসেছিলাম, এখানে কোনও বিধায়ক ছিল না৷ পদত্যাগ করে চলে গিয়েছিল৷ তখন নন্দীগ্রাম আসনটা খালি ছিল৷ সেই সময় আমি বলেছিলাম, নন্দীগ্রামে যদি আমি দাঁড়াই কেমন হবে? শুনতে চেয়েছিলাম আপনারা কী বলেন৷ আপনারাই বলেছিলেন খুব ভালো হবে৷ আপনাদের সেই সাহস, সেই উদ্দীপনা, আপনাদের সেই ভালোবাসা দেখেছিলাম৷ আমার দু’চোখে নন্দীগ্রাম৷’’ তিনি আরও বলেন, ‘ভুলতে পারি সবার নাম, ভুলব নাকো নন্দীগ্রাম৷’ নন্দীগ্রামের সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের কথাও বারবার তুলে ধরার চেষ্টা করেন তৃণমূল নেত্রী৷ 

আরও পড়ুন- ধর্মীয় ভাবাবেগে আঘাত! বিবেকানন্দের মূর্তিতে মালা দিতে বাধা সায়নীকে

জমি আন্দোলনের ১৪ বছর পর ফের নন্দীগ্রামে হেভিওয়েট সংঘর্ষ৷ অনেকেই বলছেন, এই কেন্দ্রে ভূমিপুত্র বনাম বহিরাগতের লড়াই৷ কেউ আবার বলছে লড়াই হবে রাজনৈতিক গুরু-শিষ্যের৷ এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী৷ প্রয়োজনে ছেলের হয়ে প্রচারে নামতে পারেন বলে জানিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা শিশির অধিকারী৷ 
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =