শুভেন্দু ‘চোর-ছ্যাচ্চর’, দিলীপ ‘পাগল’, বেলাগাম মদনকে ‘কমেডিয়ান’ আখ্যা মেদিনীপুরের সাংসদের

শুভেন্দু ‘চোর-ছ্যাচ্চর’, দিলীপ ‘পাগল’, বেলাগাম মদনকে ‘কমেডিয়ান’ আখ্যা মেদিনীপুরের সাংসদের

কলকাতা:  রাজ্যজুড়ে বেজে গিয়েছে পুরভোটের দামাম৷ জোড় কদমে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার৷ খড়গপুর আইএনটিটিইউসি’র সভা থেকে দলীয় কর্মীদের চাগিয়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ ফিল্মি কায়দায় তিনি বলেন, ‘খড়গপুর আমাদের চাই৷ খড়গপুরে জিততেই হবে৷ বিশ্বাসঘাতক শুভেন্দু-কে জবাব দিতে হবে। ইয়ে খড়গপুর মুঝে চাহিয়ে!’’ সেই সঙ্গে একদা মেদিনীপুরে তৃণমূলের সেনাপতি তথা রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেনজির ভাষায় আক্রমণ শানান তিনি৷ তাঁকে ‘চোর’ বলে কটাক্ষ করেন কামারহাটির বিধায়ক৷  

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর মন্তব্যে ‘অপমানিত’, টুইটে বিঁধলেন ‘রাজভবনের রাজ’!

মদনমিত্র বলেন, ‘‘শুভেন্দু যদি মায়ের দুধ খেয়ে থাকে, আর বাপের ব্যাটা হয়ে থাকে, তাহলে নন্দীগ্রাম থেকে ইস্তফা দিক৷ আমিও কামারহাটি থেকে ইস্তফা দিচ্ছি৷  ২৯৪টা বিধানসভার মধ্যে যেখানে বলবে, সেখানেই লড়ে দেখাব! শুভেন্দু’কে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি৷” শুধু শুভেন্দু নয়,  মদনের নিশানা থেকে বাদ পড়েননি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষও৷ বেলাগাম আক্রমণ শানিয়ে মদন বলেন, ‘‘দিলীপ ঘোষকে নিয়ে কি আর বলব! ওঁর তো বারমুডা খুলে যাচ্ছে! আলো মানে ফিলিপস আর পাগলা মানে দিলীপ!’’

প্রসঙ্গত, ফিরহাদ হাকিম দ্বিতীয়বার কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়-কে বলব ফিরহাদ হাকিম-কে ‘ছাপ্পাশ্রী’ উপাধি দিতে! এর জবাবে মঙ্গলবার রাতে খড়গপুরে দাঁড়িয়ে চাঁচাছোলা ভাষায় মদন মিত্র বলেন, ‘শুভেন্দু’র মতো চোর-ছ্যাচ্চর-ফেরেব্বাজ আর কেউ নেই! ওঁকে আমি ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি। মাইকা লাল হলে আমার বিরুদ্ধে লড়ে দেখাক!’ 

মদনের বেলাগাম আক্রমণের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘উনি দিনে একরকম কথা বলেন, রাতে আরেক রকম৷ ওটা সবাই জানে৷ শুভেন্দু মমতাকে হারিয়েছেন। সেই দুঃখে উল্টোপাল্টা বকছেন। উনি বাংলার জন্য ভাল কমেডিয়ান।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =