মুখ্যমন্ত্রীর মন্তব্যে ‘অপমানিত’, টুইটে বিঁধলেন ‘রাজভবনের রাজ’!

মুখ্যমন্ত্রীর মন্তব্যে ‘অপমানিত’, টুইটে বিঁধলেন ‘রাজভবনের রাজ’!

কলকাতা:  ফের মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যপালের৷ পর পর টুইট করে বিঁধলেন জগদীপ ধনকড়৷ বছরের শেষেও অব্যাহত রাজ্য-রাজ্যপাল সংঘাত৷ প্রসঙ্গত দিন কয়েক আগে ভোটের কাজে গোয়া গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই তাঁকে ‘রাজভবনের রাজা’ বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যীয়৷ সেই কথায় রেশ ধরেই এদিন পাল্টা আক্রমণ শানালেন জগদীপ ধনকড়৷ 

আরও পড়ুন- জঙ্গলে ফিরে গেল দক্ষিণরায়, স্বস্তিতে কুলতলি

এদিন টুইটে কটাক্ষ করে রাজ্যপাল বলেন, ‘‘আমি বিস্মিত! গত ১৬ ডিসেম্বর গোয়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী কী ধরনের শব্দ ব্যবহার করেছেন? উনি বলেছেন, রাজভবনে এক রাজা বসে আছেন৷ এ কেমন শব্দবন্ধ? এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দাজনক৷ রাজ্যপালের পক্ষে অবমাননাকর৷ একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না৷ এই ধরনের মন্তব্য করে উনি সাংবিধানিক মর্যাদা ক্ষুন্ন করেছেন৷’’ তিনি আরও লেখেন, ‘‘গণতন্ত্রের উন্নতির জন্য প্রশাসনিক এবং সাংবিধানিক প্রধানের মধ্যে সমন্বয় থাকা জরুরি৷ বাংলায় তা একেবারেই নেই৷ আলোচনার জন্য ডাকা হলেও সাড়া মেলে না৷ রাজ্য প্রশাসনের অবস্থা উদ্বেগজনক৷ সংবিধান ও আইন মেনে চলা উচিত মুখ্যমন্ত্রীর৷’’ 

প্রসঙ্গত, আপাতত মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে, তিনদিনের গোয়া সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এর আগে বালি ও হাওড়া পুরসভা ভোট নিয়ে সংঘাতে জড়িয়েছে রাজ্য-রাজ্যপাল৷ হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে পৃথক করার বিলে সই না করায় থমকে গিয়েছে হাওড়ার পুরভোট৷ অন্যদিকে রাজ্যপালের দিকে আঙুল তুলেছেন কুণাল ঘোষ৷ তিনি রাজ্যপালকে পক্ষপাতদুষ্ট বলেও কটাক্ষ করেন৷ তোপ দেগে বলেন,  “রাজ্যপালের কথা শুনলে মনে হয়, টুলের উপর দাঁড়িয়ে কোনও বিজেপি নেতা স্ট্রিট কর্ণারে বক্তৃতা দিচ্ছেন। রাজ্যপালকে এত অসহিষ্ণু হলে চলে না। তাঁর আচরণ কোনওভাবেই রাজ্যপাল-সুলভ নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 15 =