BREAKING: পুজোর আগেও চলবে না লোকাল, উৎসবেও বাড়ল বিধিনিষিধের মেয়াদ

BREAKING: পুজোর আগেও চলবে না লোকাল, উৎসবেও বাড়ল বিধিনিষিধের মেয়াদ

 

কলকাতা: করোনা নিয়ন্ত্রণে বহাল বিধি নিষেধ৷ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধি নিষেধ বহাল থাকবে বলে নির্দেশিকা জারি নবান্নে৷ 

আরও পড়ুন- এবার পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন অর্জুন

১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বিধিনিধেষ বহাল রাখার কথা বলা হয়েছিল৷ আজ আরও ১৫ দিনের জন্য সেই বিধিনিষেধ বাড়ানো হল৷ নবান্ন থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে লোকাল ট্রেন চালানোর কোনও কথা উল্লেখ করা হয়নি৷ ফলে আপাতত চলছে না লোকাল ট্রেন৷ এই বিষয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে সরকার৷ পাশাপাশি অন্যান্য যে বিধিনিষেধ জারি করা হয়েছিল, তা একই ভাবে জারি থাকবে৷ চলবে নাইট কার্ফু৷ 

আরও পড়ুন- ‘মেদিনীপুর থেকে ১০০ ছেলে পাঠালেই ত্রিপুরা ঠান্ডা হয়ে যাবে!’ হুঁশিয়ারি সায়নীর

উল্লেখ্য, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাস্তা চলাফেরার উপর বিধিনিষেধ একইভাবে লাগু থাকবে৷ সেই সঙ্গে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে৷ মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা একই ভাবে বজায় থাকবে৷ আজ নবান্ন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। আগামীকাল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। এই সংক্রান্ত কমিটি রাজ্যের বর্তমান কোভিড অবস্থা পর্যালোচনা করে নতুন করে কোনও ক্ষেত্রে ছাড় না দিয়ে সবাইকে মাস্ক পরা সহ সবধরনের কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। অন্যদিকে কোনও ব্যক্তি নিয়ম লঙ্ঘন করলে জেলা ও পুলিশ প্রশাসনকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *