হাতে নগদ মাত্র ৫ হাজার! জানেন শুভেন্দুর সম্পত্তির পরিমাণ কত?

হাতে নগদ মাত্র ৫ হাজার! জানেন শুভেন্দুর সম্পত্তির পরিমাণ কত?

কলকতা: হেভিওয়েট নন্দীগ্রামে হবে ‘মেগা ফাইট’৷ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে বিজেপি’র হয়ে ময়দানে নামছেন দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী৷ গতকালই নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন তিনি৷ জমা দিয়েছেন সম্পত্তির খতিয়ানও৷ সেই হলফনামা দেখে অনেকেই হতবাক৷ 

আরও পড়ুন-  দিল্লিতে বৈঠক করতে ছুটলেন দিলীপ-শুভেন্দুরা, প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা আজ

দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেছেন শুভেন্দু৷ ২০১৬ সাল থেকে ছিলেন রাজ্যের বিধায়ক, মন্ত্রী৷ একাধিক উন্নয়ন পর্ষদের ভারও ছিল তাঁর কাঁধে৷ এ হেন হেভিওয়েট প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ৮০ লক্ষ টাকা৷ নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তিনি এও জানিয়েছেন, তাঁর হাতে নগদ অর্থ রয়েছে মাত্র ৫ হাজার টাকা৷ নেই কোনও গাড়ি, গয়না৷ তবে সম্পত্তির নিরিখে তিনি মাত দিয়েছেন তাঁর প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ মুখ্যমন্ত্রীর মোট অস্থাবর সম্পত্তি ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। যদিও তাঁর হাতে নগদ শুভেন্দুর চেয়ে বেশ খানিকটা বেশি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নগদ রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির মধ্যেই রয়েছে কিছু গয়না৷ যার পরিমাণ মাত্র ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম।  তাঁর নামেও কোনও গাড়ি নেই৷  মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নামে কোনও জমি নেই৷ নেই চাষের জমি৷ কোনও পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারীও নন তিনি৷ 

আরও পড়ুন- সিপিএম এবার ‘হাতিয়ার’ করল লুঙ্গি ডান্সকে! টুম্পার পর নতুন প্যারোডি গান

এদিকে, মোট ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রয়েছে শুভেন্দুর৷ নন্দীগ্রামে কিছু জমি রয়েছে তাঁর নামে৷ শুভেন্দু অধিকারীর স্থাবর সম্পত্তির পরিমাণ ২১ লক্ষ ৩৫ হাজার ১০২ টাকা। এবং অস্থাবর সম্পত্তি রয়েছে ৫৯ লক্ষ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩২ পয়সার। উল্লেখ্য, এবার ভোটে নন্দীগ্রামের নন্দনায়কবার এলাকা থেকে ভোটার হিসাবেও নিজের নাম নথিভুক্ত করিয়েছেন শুভেন্দু৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =