সুরাপ্রেমীদের জন্য সুখবর! আজ থেকে খুলল মদের দোকান

সুরাপ্রেমীদের জন্য সুখবর! আজ থেকে খুলল মদের দোকান

কলকাতা: করোনা মোকাবিলায় বাংলাজুড়ে চলছে কার্যত লকডাউন৷ বেধে দেওয়া হয়েছে দোকান-বাজার খোলার সময়৷ তবে বিধি নিষেধ জারির আগের দিন থেকেই বন্ধ রাখা হয়েছিল মদের দোকান৷ যার জেরে সমস্যায় পড়েছিলেন সুরাপ্রেমীরা৷ তবে সুরাপ্রেমীদের জন্য এবার সুখবর৷ বিধিনিষেধের মধ্যেই খুলে দেওয়া হল মদের দোকান৷ ১২টা থেকে ৩টে পর্যন্ত রাজ্যের সব মদের দোকান খোলা থাকবে বলে আবগারি সফতর সূত্রে খবর৷ 

আরও পড়ুন- নারদ মামলা: ৪ হেভিওয়েট নেতামন্ত্রীর জামিন খারিজে জোর সওয়াল CBI-এর

রাজ্যে জারি বিধিনিষেধের মধ্যেই গতকাল খুচরো দোকানগুলিকে ১২ টা থেকে ৩ টে পর্যন্ত খুলে রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার৷ এর মধ্যে মদের দোকানও পড়ছে বলে জানানো হয়েছে৷ তবে বার, রেস্তোরাঁ, পাব ইত্যাদি যথারীতি বন্ধ থাকবে৷ সোমবার নবান্নের বৈঠক থেকে খুচরো দোকান নির্দিষ্ট সময়ে খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি জানান তথ্য-প্রযুক্তি সেক্টরে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে৷ আর নির্মাণ সংস্থাগুলি তাদের কর্মীদের ভ্যাকসিন দিয়ে থাকলে তাঁরা সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে পারবেন৷ 

মঙ্গলবারই কলকাতা তথা জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের মদের দোকান খোলার বিষয়ে জানানো হয়েছে৷ তবে নির্দিষ্ট সময়ের বেশি যাতে কোনও দোকান খোলা না থাকে, সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে৷ আজ মদের দোকান খুলতেই চোখে পড়ে লম্বা লাইন৷ প্রসঙ্গত, রাজ্যজুড়ে কার্যত লকডাউন শুরু হওয়ার আগের দিনই মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *