কলকাতা: তিনটি ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবিতে বাঘাযতীন মোড়ে বামেদের অবরোধ৷ রাস্তায় বসে অবরোধ শুরু করেন বাম প্রার্থীরা৷ বাঘাযতীন ক্রসিংয়ে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী৷
আরও পড়ুন- সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল, ‘অশান্তি’ নিয়ে নির্বাক
এক বাম প্রার্থীর অভিযোগ, ‘‘এখানে পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না৷ বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে৷ রাস্তায় বাইক বাহিনী ঘুরছে৷ অটো করে বাইরে থেকে ভোটার নিয়ে আসা হচ্ছে৷ প্রতিটি বুথে অটো করে লোক নিয়ে যাওয়া হচ্ছে৷ আইকার্ড ছাড়াই ভোট দেওয়ানো হয়েছে৷ এভাবে ভোট হতে পারে না৷ এটা কোনও ভোটই নয়৷ ভোটের নামে প্রহসন৷ আমরা পুনর্নির্বাচনের দাবি করছি৷ ১০১, ১০২ ও ১১০ নম্বর ওয়ার্ডের পুনর্নির্বাচন দাবি করা হয়েছে৷ ’’
বাঘাযতীনে রাস্তায় অবরোধে বসা আরও এর প্রার্থী তমশ্রী মণ্ডল বলেন, ‘‘আজ সকাল ৬টার আগে যখন আমাদের এজেন্টরা বুথে যায়স তখন তাঁদের সেখান থেকে তুলে দেওয়া হয়৷ পুলিশকে জানানোর পরেও কোনও পদক্ষেপ করেনি৷ পুলিশের দাবি, কোনও ঘটনা ঘটেনি৷ আমি নিজে এজেন্টদের ভিতরে বসিয়ে দিয়ে আসি৷ কিন্তু বাইরে বেরতেই ফের তাঁদের বের করে দেওয়া হয়৷ তৃণমূল যে ভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোট করছে সাধারণ মানুষের ভোট লুঠ করছে আমরা তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছি৷ আমরা পুর্নির্বাচনের দাবি জানাচ্ছি৷ সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ করে দিতে হবে৷ ’’
এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘হাস্যকর৷ ওদের অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাক৷ প্রার্থীই খুঁজে পাওয়া যাচ্ছে না৷ আর এজেন্ট৷ অবরোধ করাটাই ওদের কাজ৷ এভাবে হয় না৷ উন্নয়ন করতে হবে৷ মানুষের স্বার্থে কাজ করতে হবে৷ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাচ্ছেন৷ ’’