কলকাতা: কলকাতা পুরভোট নিয়ে সকাল থেকেই দফায় দফায় অশান্তির খবর আসছে। বচসা থেকে শুরু করে ছাপ্পা ভোট করানোর অভিযোগ, ভুয়ো ভোটার থেকে শুরু করে দলীয় সমর্থকদের একে অপরের সঙ্গে হাতাহাতি, সব ধরণের ঘটনা ইতিমধ্যে ঘটেছে। কিন্তু এই ইস্যু নিয়ে আপাতত চুপ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি সস্ত্রীক ভোট দিলেন কিন্তু ‘অশান্তি’ নিয়ে কোনও মন্তব্য এখনও তিনি করেননি। এদিকে জানা গিয়েছে, ভোটে দুর্নীতি ও অশান্তির অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি।
এদিন সকাল থেকেই উত্তাপ ছড়িয়েছে পুরভোট নিয়ে। তবে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৫১ শতাংশ। কিন্তু বিজেপি শিবির ভোটে দুর্নীতির বিরুদ্ধে সরব। জানা গিয়েছে, রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি এবং তাদের দাবি পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। ইতিমধ্যেই তিন ওয়ার্ডের ভোট আবার চেয়েছে গেরুয়া বাহিনী। অন্যদিকে, জোড়াবাগানে ‘আক্রান্ত’ হয়েছেন বিজেপি প্রার্থী মিনাদেবী পুরোহিত৷ ভোট কেমন চলছে দেখতে গিয়েছিলেন তিনি৷ সেই সময়েই তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ৷ তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷
তিনি বলেন, জমায়েতে বাধা দিতেই ধাক্কাধাক্কি-মারামারি শুরু হয়৷ এখানে গুন্ডাদের নিয়ে আসা হয়েছে৷ তাঁর শাড়ি ও ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়েছে৷ বুকে মেরেছে৷ তাঁর কথায়, ১৪৪ ধারা জারি থাকলে কেউ ঘুরতে পারে না৷ অথচ এখানে ভিড় জমিয়ে স্লোগান সাউটিং করা হচ্ছে৷ নির্দল প্রার্থীকেও মারধর করা হয়েছে৷ তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিতের অভিযোগ, ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থীই সেখানে অশান্তির সৃষ্টি করছেন।