না আছে গাড়ি, না-বাড়ি, জেনে নিন বাম প্রার্থী ঐশী ঘোষের বিষয় আশয়

না আছে গাড়ি, না-বাড়ি, জেনে নিন বাম প্রার্থী ঐশী ঘোষের বিষয় আশয়

কলকাতা:  একুশের ভোটে তরুণ ব্রিগেডের কাঁধে ভর করেই রাজ্যে পালা বদলের স্বপ্ন দেখছে বাম শিবির৷ যে সকল তরুণ তুর্কী তাঁদের তুরুপের তাস, তাঁদের মধ্যে অন্যতম হলেন জামুরিয়ায় সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষ৷ গত ১ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন তিনি৷ সেই সঙ্গে পেশ করেছেন হলফনামাও৷   

আরও পড়ুন- করোনা আক্রান্ত মমতাবালা, সংক্রমণ থেকে রক্ষা পেলেন না জিৎ, শুভশ্রীও

ঐশীর বয়স মাত্র ২৬ বছর৷ ২০১৮ সালে জেএনইউ থেকে ইন্টারন্যাশনাল রিলেসনস অ্যান্ড এরিয়া স্টাডিজে এমএ পাশ করেছেন৷ ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত তিনি৷ ছিলেন জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী৷ একুশের ভোটে পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী তিনি৷ ঐশী ঘোষের লড়াই তৃণমূল কংগ্রেসের হরেরাম সিংহ ও বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে৷ গত ১ এপ্রিল কমিশনের কাছে মনোনয়নের সঙ্গে পেশ করা হলফনামা অনুযায়ী দেখে নেওয়া যাক ঐশীর বিষয়-আশয়ের খতিয়ান৷ 

আরও পড়ুন- শীতলকুচি নিয়ে ফাঁস হওয়া অডিও টেপকাণ্ডে এবার রিপোর্ট তলব কমিশনের

মনোনয়ন জমা দেওয়ার সময় ঐশীর হাতে ছিল নগদ মাত্র ৫০০ টাকা৷ তাঁর ব্যাঙ্কে সঞ্চিত আছে ১ লক্ষ ৮৩ হাজার ৩১৭ টাকা৷ বন্ড, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে কোনও সঞ্চয় নেই বাম প্রার্থীর৷ কোনও গাড়ি বা সোনার গয়না নেই ঐশীর৷ হলফনামা অনুযায়ী জামুরিয়ায় সিপিআইএম প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তি ১ লক্ষ ৮৩ হাজার ৮১৮ টাকা৷ ঐশীর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই৷ বরং ৭ হাজার ৮৭৫ টাকা ঋণ রয়েছে তাঁর৷ ল্যাপটপ কেনার জন্য ৩১ হাজার ৫০০ করেছিলেন ঐশী৷ সেই ঋণ এখনও সম্পূর্ণ পরিষোধ হয়নি৷ বাকি রয়েছে ৭ হাজার ৮৭৫ টাকা৷ তাঁর নামে ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *