কলকাতা: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতি মুহূর্তে আতঙ্ক বৃদ্ধি করছে জনসাধারণের। এই পরিস্থিতিতে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব। এখনো বাকি তিন দফায় নির্বাচন কিন্তু কমিশনের একদিনে ভোট করানোর কোনো পরিকল্পনা নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক এবং রুপোলি পর্দার ব্যক্তিরা একের পর এক ভাইরাস আক্রান্ত হচ্ছেন। এবার সংক্রামিত হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। এদিকে ভাইরাস আক্রান্ত হয়েছেন টলিউড সুপারস্টার জিৎ এবং বারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী, শুভশ্রী।
জানা গিয়েছে, আপাতত বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, গাইঘাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই অংশ নেওয়ার আগে তিনি কোভিড টেস্ট করান, সেখানে রিপোর্ট নেগেটিভ আসে। তবে পরবর্তী ক্ষেত্রে বনগাঁ হাসপাতালে আবার টেস্ট করানোর পর জানা যায় তিনি করোনাভাইরাস আক্রান্ত। সঙ্গে সঙ্গেই থাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সম্প্রতি করোনাভাইরাস ভ্যাকসিন নিয়েছিলেন বলিউড সুপারস্টার জিৎ। তারপরে ওঠেনি করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। তিনি হাসপাতালে ভর্তি হননি, আপাতত হোম কোয়ারান্টিনে রয়েছেন বলে জানা গিয়েছে। বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাদের ভাইরাস টেস্ট করানোর জন্য অনুরোধ জানিয়েছেন জিৎ।
এদিকে ভাইরাস সংক্রমিত হয়েছে বারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী। কিছুদিন আগেই রাজ নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় আবার তাঁর বাবা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যান। তখন অবশ্য শুভশ্রী আক্রান্ত হননি বলে জানা গিয়েছিল। তবে এবার করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেলেন না তিনি। জানা গিয়েছে তিনিও আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।