কলকাতা: নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। সেই নিয়ে তো রাজ্যে তোলপাড় হয়েছেই। সম্প্রতি এই ইস্যুতে গ্রেফতার হয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। তাঁর কাছ থেকেও বিপুল টাকার হদিশ মিলেছে। এবার ইডি দাবি করছে, অর্পিতার ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার করা হয়েছিল তার মধ্যে রয়েছে কুন্তলের টাকাও। কেন্দ্রীয় সংস্থার এই দাবিতে এখন নতুন করে শোরগোল। তাহলে কি অর্পিতা, কুন্তল সবাই এক সুতোয় বাঁধা?
আরও পড়ুন- মোদী-শাহ হয়তো দুধ খান না! দাম বৃদ্ধি নিয়ে খোঁচা কংগ্রেস সাংসদের
আদালতে আগেই ইডি দাবি করেছে যে, ১৩০ জন চাকরিপ্রার্থীর প্রত্যেকের কাছ থেকে ৮ লক্ষ করে টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা গিয়েছে ‘প্রভাবশালী’দের পকেটে। সেই ‘প্রভাবশালীর’ তালিকায় রয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। ইডির দাবি, টাকা প্রার্থীদের কাছ থেকে নিয়েছিলেন কুন্তল বা তাঁর কোনও সহযোগী। আবার কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকার সন্ধান পেয়েছে গোয়েন্দা সংস্থা। এই টাকার উৎস কী, সেটা জানতে, ফের কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। একই সঙ্গে তারা এও মনে করছে, অন্তত পক্ষে ১ হাজার ২০০ জনের কাছ থেকে আলাদাভাবে চাকরি পাইয়ে দেওয়ার নামে ২০ হাজার টাকা করে নিয়েছিলেন কুন্তল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণে তোলপাড় রাজ্য! Justice Gangopadhyay on CBI investigation” width=”560″>
এদিকে কুন্তল ঘোষের ডায়েরি নিয়ে সন্দেহ বাড়ছে গোয়েন্দা সংস্থার। এর আগে এই ডায়েরিতেই সাঙ্কেতিক চিহ্ন, টাকার হিসেব ইত্যাদি পাওয়া গিয়েছিল। এখন গানের কলি লেখা মিলল। তবে সেগুলি গানের কলি ঠিক নয়, গানের প্যারোডি লেখা বলে ইডি সূত্রে জানা গিয়েছে। তারা আরও জানতে পেরেছে, ভুয়ো সার্টিফিকেট তৈরিতে কুন্তলের এক সহযোগীও ছিলেন।