মোদী-শাহ হয়তো দুধ খান না! দাম বৃদ্ধি নিয়ে খোঁচা কংগ্রেস সাংসদের

মোদী-শাহ হয়তো দুধ খান না! দাম বৃদ্ধি নিয়ে খোঁচা কংগ্রেস সাংসদের

কলকাতা: নতুন বছরের দ্বিতীয় মাস পড়তে না পড়তেই খারাপ খবর এসেছে মধ্যবিত্তদের জন্য। বাড়ানো হয়েছে দুধের দাম। লিটার প্রতি ৩ টাকা বাড়ছে আমূল ব্র্যান্ডের দুধ। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাঁর আক্রমণ সরাসরি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। অনেকের মতে, এর মূল কারণ, শুধু গুজরাটে এর দাম বাড়ছে না। ওই রাজ্যের কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন দুধের দাম বাড়ার কথা ঘোষণা করেছে যা গুজরাট ছাড়া বাকি সব রাজ্যেই কার্যকর। 

আরও পড়ুন- মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন, আবু ধাবিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানে

গোটা বিষয় নিয়ে কংগ্রেস সাংসদ কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মন্তব্য করেছেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হয়তো দুধ খান না, তাই এই ব্যাপারে তাঁদের মাথাব্যাথা নেই। কিন্তু দেশের সমস্ত শিশুদের দুধের প্রয়োজন আছে। মনে করলে দেখা যাবে, ২০১৯ সালে পিঁয়াজের দাম বৃদ্ধির সময়ে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ বলেছিলেন তিনি পিঁয়াজ খান না, তাই দাম সম্পর্কে বলতে পারেন না। বিশ্লেষকদের মত, অধীর হয়তো সেই পরিপ্রেক্ষিতে এবার মোদী-শাহকে খোঁচা দিয়েছেন।

উল্লেখ্য, আজ অর্থাৎ ৩ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে দুধের নয়া দাম৷ গুজরাট ছাড়া বাকি সব রাজ্যেই এখন থেকে বেশি টাকা দিয়ে দুধ কিনতে হবে ক্রেতাদের।  ৫০০ মিলিলিটার আমূল তাজার দাম ২৭ টাকা। ৫০০ মিলি আমূল কাউ মিল্কের দাম পড়বে ২৮ টাকা এবং ৫০০ মিলি আমূল এ২ বাফেলো মিল্ক এখন মিলবে ৩৫ টাকায়। অন্যদিকে এক লিটার আমূল তাজা কিনতে হলে দিতে হবে ৫৪ টাকা। এক লিটার আমূল গোল্ড মিলবে ৬৬ টাকায়। এক লিটার কাউ মিল্কের প্যাকেটের দাম পড়বে ৫৬ টাকা। আর আমূল এ২ বাফেলো মিল্কের প্যাকেটের দাম হচ্ছে ৭০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *