Aajbikel

তৃণমূল তাঁকে বহিষ্কার করে ঠিক করেছে! সিদ্ধান্তে খুশি কুন্তল

 | 
কুন্তল

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছেন প্রায় দেড় মাস আগে। কিন্তু প্রথম দিকে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি ঘাসফুল শিবির। তবে সম্প্রতি তাঁর গ্রেফতারির প্রায় ৫৩ দিন পর কুন্তলকে বহিষ্কার করেছে তৃণমূল। যদিও একই সিদ্ধান্ত অন্য যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নেওয়া হয়েছে গ্রেফতারির মাত্র ৫ দিনের মধ্যেই। সেই নিয়ে শান্তনু 'অসন্তুষ্ট' হলেও কুন্তল একেবারেই নন। বরং তিনি তৃণমূলের সিদ্ধান্তে খুশি হয়েছেন। এমনটাই জানা গিয়েছে তাঁর আইনজীবী সূত্রে।

আরও পড়ুন- কৌস্তভের বিরুদ্ধে তদন্ত আপাতত স্থগিত, পুলিশকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

আপাতত নিয়োগ কাণ্ডে জেলবন্দি কুন্তল ঘোষ। তাঁর জামিনের বিরোধিতা করে ইডি বার বার আদালতে ‘প্রভাবশালী’ তত্ত্ব তুলে ধরেছে। তবে তৃণমূল তাঁকে দল থেকে বহিষ্কার করায় এই তত্ত্ব আর কাজে আসবে না বলে হয়তো মনে করছেন কুন্তল নিজে। তাই এক্ষেত্রে তিনি প্রাক্তন দলের সিদ্ধান্তে খুশিই। জানা গিয়েছে, নিজের আইনজীবীকে তিনি এটাই জানিয়েছেন যে, দল যা করেছে ঠিকই করেছে। আসলে তিনি আশা রাখছেন, সব কিছুর নিষ্পত্তি হয়ে গেলে দল নিশ্চয়ই আবার তাঁর কথা ভাববে এবং নতুন সিদ্ধান্ত নেবে। এখন কুন্তল নিজেকে তৃণমূলের এক জন একনিষ্ঠ, সাধারণ কর্মী হিসাবে পরিচয় দিচ্ছেন। 

কিছুদিন আগেই অবশ্য শান্তনু বন্দ্যোপাধ্যায় বলছেন,  এই চক্রের ‘মাস্টার মাইন্ড’ কুন্তল ঘোষ৷ ইডি জানতে পেরেছে, একাধিক এজেন্টের মাধ্যমে বিভিন্ন হাত ঘুরে নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছত মাথাদের কাছে৷ সেই সূ্ত্র ধরেই কলকাতা ও সংলগ্ন এলাকার চারটি অভিজাত হোটেলের কফিশপের সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে তারা। কুন্তল এবং শান্তনু উভয়েই ওই কফিশপগুলিতে একাধিক বৈঠকের কথা স্বীকার করে নিয়েছেন৷  

Around The Web

Trending News

You May like