কৌস্তভের বিরুদ্ধে তদন্ত আপাতত স্থগিত, পুলিশকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

কৌস্তভের বিরুদ্ধে তদন্ত আপাতত স্থগিত, পুলিশকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

কলকাতা: আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বারাকপুরের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। পরে অবশ্য তিনি জামিন পান। এখন সেই মামলায় তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, এই সময়ের মধ্যে তাদের অনুমতি ছাড়া কোনও থানা এই নিয়ে কৌস্তভের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না। আগামী চার সপ্তাহ এই নির্দেশ বলবৎ থাকবে। 

আরও পড়ুন- ‘চাকরি খাবেন না’, মমতার মন্তব্যে আপত্তি তুলে হাই কোর্টে বিকাশ! আদালত অবমাননার মামলার আর্জি

কংগ্রেস নেতা দাবি করেছিলেন যে, কোনও কারণ ছাড়াই তাঁকে গ্রেফতার করেছিল বড়তলা থানার পুলিশ। বুধবার আদালত নির্দেশ দিয়েছে, বড়তলা থানার অতিসক্রিয়তা নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে। গোটা ঘটনা নিয়ে আদালতের পর্যবেক্ষণ, পুলিশের প্রাথমিক অনুসন্ধান করা উচিত ছিল। কোনও নোটিস না পাঠিয়ে এভাবে গ্রেফতারি নাগরিকের অধিকার ক্ষুন্ন করেছে। এছাড়া আদালত এও জানতে চায় যে কীসের ভিত্তিতে মাঝ রাতে পুলিশ কৌস্তভের বাড়ি গিয়েছিল। জানান হয়েছে, এইভাবে তার বাড়িতে সারা রাত থেকে পরের দিন গ্রেফতার সুপ্রিম কোর্টের নির্দেশ বিরোধী।