‘আগে BJP-র ইতিহাসটা জানুন, শুধু হুক্কা হুয়া করলে হয় না’, শুভেন্দুকে খোঁচা কুণালের

‘আগে BJP-র ইতিহাসটা জানুন, শুধু হুক্কা হুয়া করলে হয় না’, শুভেন্দুকে খোঁচা কুণালের

কলকাতা: ১৬ অগাস্ট খেলা হবে দিবস ঘোষণা করেছে রাজ্য সরকার৷ কিন্তু এর বিরোধিতা করে মঙ্গলবার রাজ্যপাল সকাশে রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এর পরই আবার দিল্লি উড়ে যান রাজ্যপাল৷ যা নিয়ে ফের তোপ দেগেছেন কুণাল ঘোষ৷  গতকাল রাতেই একটি দীর্ঘ পোস্টে ‘খেলা হবে’ দিবসের যুক্তি সহ পুরনো একটি ছবি দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন,২০১৪ সালে ‘খেলা’র জন্য নেমেছিল বিজেপি’ও৷  আগে বিজেপি’র ইতিহাসটা শিখুক শুভেন্দু অধিকারী৷ 

আরও পড়ুন- পুরস্কৃত পুলিশ কমিশনার সহ ১০ অফিসার, স্বাধীনতা দিবসেই সম্মান প্রদান

শুভেন্দুকে তোপ দেগে কুণাল ঘোষ এদিন লেখেন, ‘‘১৬.০৮.২০১৪ রাজ্য বিজেপি’র মিছিল৷ খেলার জন্য৷ রাহুল সিনহার নেতৃত্বে৷ আসলে শুভেন্দু না জানেন দলের ইতিহাস, না আছে বাংলায় ময়দানের সঙ্গে সম্পর্ক৷ ‘খেলা হবে’ দিবসের বিরোধিতা করার আগে কৃষ্ণেন্দু মিত্রর মতো পুরনো বিজেপি সৈনিকের কাছ থেকে বাস্তব জানুন৷ শুধু হুক্কা হুয়া চলে না৷’’ প্রসঙ্গত, কুণাল ঘোষ এদিন পুরনো যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে রাহুল সিনহার নেতৃত্বে ২০১৪ সালের ১৬ অগাস্ট ‘খেলার জন্য হাঁটুন’ নামক কর্মসূচির আয়োজন করেছিল গেরুয়া শিবির। 

 

কুণাল আরও বলেন, ‘‘শুভেন্দু, তুমি নাকি ‘খেলা হবে’ দিবসের বিরোধিতা করেছো? ছবিটা দেখো। ১৬ অগাস্ট ২০১৪, রাজ্য বিজেপি এই দিনটাই খেলার জন্যে হেঁটেছিল।’’ তিনি আরও বলেন, ‘‘যদিও তুমি জানবে কী করে? তখন তো তুমি তৃণমূলের মঞ্চে ক্ষমতা, আরও ক্ষমতার বৃত্তে। আর বাংলার খেলাপ্রেমী মানুষের সঙ্গেও তোমার সম্পর্ক নেই। সে কারণেই ১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবসের বিরোধিতা করছ। ছবিটা আগে দেখো।’’ 

আরও পড়ুন- সংক্রমণের শীর্ষে এল কলকাতা! চার জেলা ঘুম ওড়াচ্ছে প্রশাসনের

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১৬ অগাস্ট গ্রেট ক্যালকাটা কিলিং-এর ঘটনা ঘটেছিল৷ এই যুক্তিতেই এই দিনটি খেলা হবে দিবস পালন না করার দাবি জানিয়েছে বিজেপি৷ এই উদ্দেশে মঙ্গলবার রাজ্যপালের সঙ্গেও দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *