অত্যন্ত উদ্বেগজনক ছবি, মাথা হেঁট করার মতো ঘটনা, বেলঘরিয়া-কাণ্ডে মন্তব্য কুণালের

অত্যন্ত উদ্বেগজনক ছবি, মাথা হেঁট করার মতো ঘটনা, বেলঘরিয়া-কাণ্ডে মন্তব্য কুণালের

কলকাতা: খোঁজ মিলছে ‘যক্ষের ধনে’র৷ ইডি হানায় উদ্ধার টাকার পাহাড়৷ এই ছবি যথেষ্ট উদ্বেগজনক৷ মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা। বুধবার রাতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ফের নগদ টাকার স্তূপ উদ্ধার হওয়ার পরই এ কথা বলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘‘অত্যন্ত উদ্বেগজনক ছবি। আবার বলছি, যথেষ্ট উদ্বেগজনক। এটাকে কোনওমতেই আড়াল করার চেষ্টা আমি করব না। এ একেবারেই কাম্য নয়। এটা মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা। এত টাকা এক জায়গায় জমিয়ে রাখা আলিবাবার গল্পের মতো! এই ছবি আমাদের পক্ষে গর্বের নয়, কলঙ্কের। গোটা পরিস্থিতিটাই অস্বাভাবিক।’’ 

আরও পড়ুন- শুধু ওয়ারড্রোব নয়, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের শৌচাগারেও লুকানো ছিল টাকা

পাশাপাশিই কুণাল স্পষ্ট বলেন, ‘‘আমরা দোষীকে আড়াল করতে চাই না। এত টাকা কে বা কারা রাখল,  কী ভাবেই বা রাখল, তা তদন্ত করুক ইডি৷ অপরাধীর সম্পর্কে ন্যূনতম তথ্যপ্রমাণ আদালতে পেশ করলেই উপযুক্ত ব্যবস্থা নেবে দল।’’ গোটা বিষয়টার উপর দলের নজর রয়েছে বলেও জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক৷ তিনি জানান, এই বিষয়ে দলের শীর্ষনেতৃত্ব যথাসময়ে ব্যবস্থা নেবে।

এদিন বুধবার রাতে অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হতেই তৃণমূলকে বিঁধে টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে? বেলঘরিয়া না টালিগঞ্জ? টাকা উদ্ধারে এগিয়ে বাংলা!’ সঙ্গে যোগ করেন, ‘পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে।’