শুধু ওয়ারড্রোব নয়, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের শৌচাগারেও লুকানো ছিল টাকা

শুধু ওয়ারড্রোব নয়, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের শৌচাগারেও লুকানো ছিল টাকা

0b19dde6059635596ee3971de413c292

কলকাতা:  তাড়া তাড়া নোটের বান্ডিল৷ যেন টাকার খনি৷ অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে হানা দিয়ে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ উদ্ধার হয়েছে ৪.৩১ কোটি টাকার সোনা৷ গয়নার চেয়ে বেশি সোনার বাট৷ শুধু ওয়ারড্রোব থেকেই নয়, টাকা উদ্ধার হয়েছে অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটের শৌচাগার থেকেও৷ ব্যাগ ও প্লাস্টিকের প্যাকেটে মুড়ে রাখা ছিল ওই টাকা। 

আরও পড়ুন- ‘অপা’র ভাণ্ডরে নগদ ৪০ কোটি কোটি! ED-র অভিযানে পার্দাফাঁস মন্ত্রীর!

টালিগঞ্জের ফ্ল্যাটে হানা দিয়ে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি৷ বেলঘড়িয়া হার মানাল টালিগঞ্জকেও৷ বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২৭ কোটি ৯০ লক্ষ। এ ছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু সম্পত্তির দলিল, সম্পত্তি সংক্রান্ত নথিপত্র এবং কয়েক হাজার টাকার বাতিল নোট। যদিও ইডির তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ 

গত শুক্রবার টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের বিলাসবহুল ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ২২ কোটি টাকা, সোনার গয়না এবং প্রচুর বিদেশি মুদ্রা উদ্ধার করেছিল ইডি। উদ্ধার হয় ২০টা মোবাইল ফোন৷ এর পরেই গ্রেফতার করা হয় অর্পিতাকে৷ পরে জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে অর্পিতার। বুধবার সেই ফ্ল্যাটেই তল্লাশি অভিযান চালায় ইডি। রাতভর চলে টাকা গোনার কাজ৷ বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ গণনা শেষ হয়। টাকা গোনার জন্য ডেকে আনা হয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীদের৷ মোট চারটি বৃহদাকার যন্ত্রে শুরু হয় টাকা গোনার কাজ। কলকাতার এসবিআইয়ের একটি শাখা থেকে টাকাগোনার যন্ত্রগুলি বেলঘরিয়ার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর। ইডির একটি সূত্রের খবর, প্রথমে টাকা গোনার জন্য পাঁচটি সাধারণ যন্ত্র নিয়ে আসা হয়েছিল। কিন্তু টাকার পরিমাণ দেখে পরে বড়মাপের যন্ত্র আনার সিদ্ধান্ত নেওয়া হয়।