‘‘নেতারা সব নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত’, বিপ্লব ইস্তফা দিতেই খোঁচা কুণালের

‘‘নেতারা সব নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত’, বিপ্লব ইস্তফা দিতেই খোঁচা কুণালের

cc5e14c2cf2496e83673292e011c24a4

 কলকাতা: ত্রিপুরা রাজনীতিতে নাটকীয় পালা বদল৷ সকলকে চমকে মুখ্যমন্ত্রীর পদ থেকে হঠাৎ ইস্তফা বিপ্লব দেবের৷ এই খবরে তোলপাড় রাজনৈতিক মহল। ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনার মাঝেই  কটাক্ষ করল তৃণমূল। রাজ্য সম্পাদক কুণাল ঘোষের টিপ্পনি,  অন্তর্দ্বন্দ্বের জেরেই সরে যেতে হল বিপ্লব দেবকে। একে চূড়ান্ত গোষ্ঠীবাজির পরিণতি বলেও খোঁচা দিয়েছেন কুণাল।

আরও পড়ুন-  সিবিআই দফতরের সামনে অনশনে অভিজিতের দাদা

কানাঘুষো দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে বিপ্লবকে। এই প্রসঙ্গে ত্রিপুরা তথা কেন্দ্রের শাসক দলকে কটাক্ষ করে কুণাল বলেন, ‘‘মানুষের কাছে গ্রহণযোগ্যতা ফেরাতে মরিয়া বিজেপি মুখরক্ষা করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু তাতেও কোনও লাভ হবে না। এটি বিজেপির চূড়ান্ত গোষ্ঠীবাজির পরিণতি। সবই বিজেপির ক্ষমতার দখলের খেলা। ত্রিপুরার মানুষের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। যারা এক জন মুখ্যমন্ত্রীকে একটি পূর্ণ মেয়াদ শেষ করাতে পারে না, তারা কোন মুখে মানুষের কাছে ভোট চাইতে যাবে?’’ খোঁচা দিয়ে তৃণমূল মুখপাত্র আরও বলেন, ‘‘নেতারা সব নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত। বিজেপির অন্দরে নেতায় নেতায় দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে, যে তা সামলানোর উপায় খুঁজে পাচ্ছেন না মোদী, শাহ, নড্ডারা।’