অভিষেকের কল রেকর্ড শুভেন্দুর কাছে? বিস্ফোরক দাবিতে তুলে তদন্তের দাবি কুণালের

অভিষেকের কল রেকর্ড শুভেন্দুর কাছে? বিস্ফোরক দাবিতে তুলে তদন্তের দাবি কুণালের

কলকাতা: ফোনে আড়ি পাতা কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য৷ পেগাসাস স্পাইওয়্যার নিয়ে যখন উত্তাল গোটা দেশ, তখন উঠে এল আরও এক বিস্ফোরক অভিযোগ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কল রেকর্ড নাকি রয়েছে শুভেন্দু অধিকারীর কাছে৷ খোদ শুভেন্দুই এই দাবি তুলেছেন৷ যার ভিত্তিতেই বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ তাঁকে হেফাজতে নেওয়ার দাবিও জানালেন তিনি৷  

আরও পড়ুন- ‘দলে লুকিয়ে রয়েছে বিজেপি এজেন্ট’, মনোরঞ্জনের পোস্টে শোরগোল

অভিষেকের ফোনে আড়ি পাতার কথা স্বীকার করেছেন খোদ শুভেন্দু অধিকারী৷ প্রসঙ্গত সোমবার নাম না করে তমলুক থানার পুলিশ সুপারের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘‘একটা বাচ্চা ছেলে এখানে এসপি হয়ে এসেছে৷ তাঁর উদ্দেশে বলতে চাই আপনি কেন্দ্রীয় সরকারের অফিসার৷ এমন কোনও কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারামুলায় গিয়ে ডিউটি করতে হয়৷’’ তিনি আরও বলেন, ‘‘ ভাইপোর অফিস থেকে কারা ফোন করছেন, সবটাই জানা আছে৷ তাঁদের প্রত্যেকের কল রেকর্ড আমার কাছে রয়েছে৷ তাই সাবধান৷ আপনাদের কাছে রাজ্য সরকার থাকলে আমাদের কাছে কেন্দ্রীয় সরকার আছে৷’’ এর পরেই আসরে নামেন কুণাল৷ শুভেন্দুর ছোড়া তীরই বুমেরায়ের মতো ফিরিয়ে দেন তিনি৷ 

আরও পড়ুন –রাজ্যে বিপন্ন গণতন্ত্র, প্রতিবাদে ২১শে জুলাই ‘শহিদ শ্রদ্ধাঞ্জলী দিবস’ পালনের ডাক BJP-র

মঙ্গলবার টুইট করে কুণাল ঘোষ বলেন, ‘‘এলওপি (লিমিটলেস অপার্চুনিস্ট) প্রকাশ্যে পুলিশকে বলেছে ওর কাছে আমাদের নেতার দফতরের ফোনের কল লিস্ট, রেকর্ডিং সব আছে। এটা ফোনে আড়ি পাতার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের কাছে অনুরোধ, অবিলম্বে তদন্ত শুরু করে ওঁকে জেরার মাধ্যমে গোটা চক্রান্ত প্রকাশ্যে আনা হোক।’’ প্রসঙ্গত, এলওপি অর্থে বোঝায় লিডার অফ অপজিশন৷ শুভেন্দু নিজেকেও হামেশাই এলওপি বলে পরিচয় দিয়ে থাকেন৷ এখানে কুণাল সেই শব্দটিও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ব্যবহার করে তাঁকে  ‘লিমিটলেস অপরচুনিস্ট’ অর্থাৎ অপরিসীম সুবিধাবাদী বলে উল্লেখ করেন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =