সরকারি হাসপাতালে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! গ্রহ্যই করল না কর্তৃপক্ষ

সরকারি হাসপাতালে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! গ্রহ্যই করল না কর্তৃপক্ষ

কলকাতা:  সরকারি হাসপাতালে চূড়ান্ত গাফিলতির নজির৷ রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠল কুলতুলি ব্লক গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য৷ ইতিমধ্যেই কুলতুলি থানায় অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিজনেরা৷ এদিকে অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। 

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসায় নথিভুক্ত না হওয়া ঘটনা জানতে চেয়ে এবার NHRC-কে চিঠি পাঠাল CBI

শুক্রবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন কুলতুলির বাসিন্দা মাসুদা সর্দার। সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয় কুলতুলি ব্লক গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে ভর্তি করার পরেই তাঁকে স্যালাইন দেওয়া হয়৷ কিন্তু অভিযোগ, মাসুদা সর্দারকে যে স্যালাইন দেওয়া হয়েছে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল৷ যে কারণেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে৷ মাসুদার পরিবারের অভিযোগ, চিকিৎসকরা স্যালাইন দেওয়ার আগে তা পরীক্ষা করে দেখেননি৷ বিষয়টি নজরে আসে পরিবারের সদস্যদেরই৷ এর পরেই গোটা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকেও জানান৷ কিন্তু তাঁদের কথায় গুরুত্ব দেওয়া হয়নি৷  

মাসুদার পরিবারের অভিযোগ, তাঁকে যে স্যালাইনটি দেওয়া হয়েছে, তার মেয়াদ চলতি বছর জানুয়ারি মাসেই ফুরিয়ে গিয়েছে৷ তাঁরা জানান, যে অবস্থায় মাসুদাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, মেয়ীদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার পর তা আরও খারাপ হতে থাকে৷ চিকিৎসকরা তাঁদের কথা মানতে না চাওয়ায় ছবি তুলে প্রমাণ দেন তাঁরা৷ এর পরেই বিক্ষোভে ফেটে পড়ে মাসুদার পরিবার৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ 

আরও পড়ুন- CID-র তলবে হাজিরায় ‘না’ শুভেন্দুর, আজ ভবানীভবনে যাচ্ছেন না বিরোধী দলনেতা

মহকুমা স্বাস্থ্য প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার কথা বলে হয়েছে৷ জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তবে এই ঘটনায় আবারও একবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা৷ কীভাবে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন রোগীর শরীরে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, ওই বৃদ্ধা আপাতত সস্থ আছেন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =