একলাফে অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

একলাফে অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

কলকাতা: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫ টাকা৷ এর ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৮৮৬ টাকা৷ করোনা আবহে যখন মানুষের পকেটে টান, তখন প্রতি মাসে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে গ্যাসের দাম৷ রান্নার গ্যাসের দাম একলাফে ২৫ টাকা বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের৷  

আরও পড়ুন- রেস্টুরেন্টের আড়ালে মধু চক্র, গ্রেফতার তিন

প্রসঙ্গত, গত ৬ মাসে ১৪১ টাকা আর এক বছরে ২৪১ টাকা দাম বেড়েছে ভর্তুকিহীন সিলিন্ডারের৷ ক্রমাগত দাম বাড়ায় একদিকে যেমন হেঁশেলের চিন্তা বেড়েছে, তেমনই চিন্তায় ছোট হোটেল মালিকরাও৷ গ্যাসের দাম যে ভাবে বেড়ে চলেছে তাতে খাবারের দাম না বাড়লে ব্যবসা করা সম্ভব হবে না বলেই মনে করছেন তাঁরা৷ বাড়িতে গ্যাস খরচ বাচাতে অনেকেই ইন্ডাকশনে রান্না শুরু করেছেন৷ কিন্তু সেই উপায় হোটেল মালিকদের কাছে নেই৷ কিন্ত দাম বাড়াতেও তো খদ্দের হবে না৷ তাহলে উপায় কী? চিন্তায় ব্যবসায়ীরা৷  অন্যদিকে, ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডেরের পাশাপাশি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও গত সাত মাসে বেড়েছে ২৫৭ টাকা। 

আরও পড়ুন- থানার দুয়ারে জমা জলেই খাট পেতে থাকতে হয় খোদ পুলিশকর্মীদের

অনকেরই আশঙ্কা, যে ভাবে গ্যাসের দাম বেড়ে চলেছে, তাতে পুজোর মরশুমে না হাজারে পৌঁছে যায়৷ প্রসঙ্গত, গত শুধু রান্নার গ্যাস নয়, দাম বেড়েছে সকল পেট্র্যপণ্যের৷ যার জেরে নাস্তানাবুদ আম আদমি৷ অন্যদিকে, পেট্রোপণ্য এবং এলপিজির উপর উৎপাদন শুল্ক থেকে গত ৯ মাসে ৩ লক্ষ কোটি টাকা জমা পড়েছে কেন্দ্রের কোষাগারে।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =