রেস্টুরেন্টের আড়ালে মধু চক্র, গ্রেফতার তিন

রেস্টুরেন্টের আড়ালে মধু চক্র, গ্রেফতার তিন

 

মালদহ: বাইরে লাগানো রেস্টুরেন্টের হোর্ডিং৷ দেখলে মনে হবে এখানে খাবারই পাওয়া যায়৷ নাহ্, আসলে সবটাই লোক দেখানো৷ রেস্টুরেন্টের আড়ালে চলছিল মধু চক্র৷ বারংবার পুলিশে জানিয়েও কাজ না হওয়ায় এবার রণংদেহী মূর্তি ধারণ করলেন স্থানীয় বাসিন্দারাই৷ হাতে নাতে ধরলেন মধুচক্রের কারবার৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ স্থানীয় বাসিন্দারাই অভি়যুক্তদের পুলিশের হাতে তুলে দেন৷

রবিবার রাত্রে ইংরেজবাজার থানার আইটিআই মোড় এলাকার ঘটনা৷ ইতিমধ্যে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতারও করেছে৷ ধৃতদের আজ সোমবার আদালতে তোলা হবে৷ যদিও রেস্টুরেন্টের মালিক পলাতক৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

স্থানীয় সূত্রে জানা যায়, শহর লাগোয়া আইটিআই মোড়ে একটি রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলত। স্থানীয়দের অভিযোগ, ব্যবসার আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী এখানে নোংরা ব্যবসা খুলে বসেছিল। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু কোন লাভ হয়নি। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল৷ স্থানীয় বাসিন্দারা বলেন, নামেই রেস্টুরেন্ট৷ অথচ সেখানে চলত দেহ ব্যবসার কাজ৷ ফলে ঘরের বাচ্চারা নানা রকম প্রশ্ন করত৷ জিজ্ঞেস করত, ওরা কারা? এমন সাজগোজ করে ওখানে কি করে?

এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার রাতে রেস্টুরেন্টে চড়াও হয়৷ হাতেনাতে পাকড়াও করেন তিন অভিযুক্তকে৷ পুলিশ অবশ্য জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে তো কোনও কারও বিরুদ্ধে পদক্ষেপ করা যায় না৷ এমনকি এবিষয়ে আগে থানাতেও কেউ লিখিত অভিযোগ জানাননি৷ তবে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eleven =