সবচেয়ে নিরাপদ কলকাতা! ধর্ষণ, খুনের ঘটনা অনেকটাই কম শহরে

সবচেয়ে নিরাপদ কলকাতা! ধর্ষণ, খুনের ঘটনা অনেকটাই কম শহরে

কলকাতা: জাতীয় সমীক্ষায় আবার ফুল মার্কস পেল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। দেশের অন্যান্য বড় শহরগুলির মধ্যে মহিলাদের জন্য সবথেকে বেশি নিরাপদ এই শহর। সম্প্রতি ন্যাশেনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি এক রিপোর্ট প্রকাশ করেছে। তাতেই কলকাতা সহ একাধিক বড় শহরের চিত্র ধরা পড়েছে। সেই সমীক্ষাতেই দেখা গিয়েছে, কলকাতাই মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ।

আরও পড়ুন- তাপমাত্রা মাইনাস ৮০! চার মাস পর সূর্যোদয় দেখলেন আন্টার্কটিকার বিজ্ঞানীরা

ভারতের ১৯ টি বড় শহর যার জনসংখ্যা ২০ লক্ষের বেশি, সেই সব শহর নিয়েই হয়েছে এই সমীক্ষা। তাতে দেখা গিয়েছে, ২০২১ সালে কলকাতায় মোট ১১ টি ধর্ষণের ঘটনার রিপোর্ট হয়েছে। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৪। ২০২২ সালে এখনও পর্যন্ত একটিও এমন রিপোর্ট হয়নি। এদিকে দিল্লিতে সবচেয়ে বেশি মাত্রায় রিপোর্ট হয়েছে ধর্ষণের ঘটনা। ২০২১ সালে সেই সংখ্যা ১ হাজার ২২৬! মহিলাদের জন্য দেশের সবচেয়ে বিপজ্জনক শহরগুলির মধ্যে দিল্লি ছাড়া আছে জয়পুর এবং মুম্বই। দুটি শহরে যথাক্রমে ৫০২ টি এবং ৩৬৪ টি ধর্ষণের ঘটনা রিপোর্ট হয়েছে।

কলকাতার মতো নিরাপদ আছে কোয়েম্বাতোর এবং পাটনা। দুটি শহরে যথাক্রমে ১২ টি এবং ৩০ টি এমন ঘটনা রিপোর্ট করা হয়েছে ২০২১ সালে। তবে এই কয়েকটি শহর বাদে ইন্দোর, বেঙ্গালুরু, হায়দরাবাদ অনেক বেশি ধর্ষণের ঘটনা রিপোর্ট হয়েছে। এনসিআরবি বলছে, ১৯ টি বড় শহর মিলিয়ে ২০২১ সালে ভারতে মত ৩ হাজার ২০৮টি ধর্ষণের ঘটনা রিপোর্ট হয়েছে। শুধু ধর্ষণের ঘটনার নয়, খুন বা খুনের প্রচেষ্টার ঘটনাও কমেছে কলকাতা থেকে, এমন তথ্য প্রকাশ্যে এসেছে। ২০২১ সালে এই দুই অপরাধের সংখ্যা তিলোত্তমায় যথাক্রমে ৪৫ এবং ১৩৫ টি।  

আরও পড়ুন- আকাশ জুড়ে রং-এর খেলা! রামধনু, না অন্যকিছু? প্রকৃতির রহস্যে হতবাক মানুষ

রাজ্যভিত্তিক হিসেবে সবথেকে নিরাপত্তা কম রাজস্থানে। আর সবথেকে বেশি নিরাপদ নাগাল্যান্ড। রাজস্থানে শেষ পাওয়া তথ্য অনুযায়ী ৬ হাজার ৩৩৭ টি ধর্ষণের রিপোর্ট হয়েছে। অন্যদিকে নাগাল্যান্ডে হয়েছে মাত্র ৪ টি। পশ্চিমবঙ্গেও তুলনায় অনেক কম, ১ হাজার ১২৩ টি ধর্ষণের ঘটনার রিপোর্ট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 7 =