কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা নিম্নগামী হতে শুরু করেছিল। কিন্তু আজ হঠাৎ আবার বাড়ল সংক্রমণ। গতকালের তুলনায় প্রায় ১০০ জন বেশি আক্রান্ত হয়েছে এদিন। যা উদ্বেগ বাড়াচ্ছে নতুন করে। তবে ১০০০-এর মধ্যেই রয়েছে মোট সংক্রমণ যা স্বস্তির বিষয়।
আরও পড়ুন- ১৭৩টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬০১ জন। আক্রান্তদের মধ্যে ১০৫ জন কলকাতার! সংক্রমণের নিরিখে আজও প্রথম স্থানে এই শহর। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৯৭ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানকার ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছে। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৪৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৩ হাজার ১৭৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ২৬ হাজার ২৬৮ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৮৭ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ৭ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৫২২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৭ শতাংশ।
আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ হাজার ২২২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪২ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২২ লক্ষ ২৪ হাজার ৯৩৭ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জন।