এবার গোপন ক্যামেরায় নজরবন্দি হবে শহরের পানশালা

এবার গোপন ক্যামেরায় নজরবন্দি হবে শহরের পানশালা

কলকাতা:  এবার থেকে সিসিটিভি’র নজরে বন্দি হবে শহর কলকাতার সমস্ত পানশালা। যে সকল রেস্তোরাঁয় পানশালার লাইসেন্স রয়েছে, সেখানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামারা বসাতে হবে৷ এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্যের আবগারি দফতর৷ মহানগরের কিছু রেস্তোরাঁয় ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে৷ তবে এখনও অধিকাংশ রেস্তোরাঁই সিসিটিভি ক্যামেরা বসাতে পারেনি৷ বার-কাম রেস্তোরাঁগুলিকে সিসিটিভি বসানোর জন্য দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে আবগারি দফতর৷ 

আরও পড়ুন- গুগলের ফ্রি কোচিংয়ের দৌলতে পুরষ্কৃত মহিষাদলের শৌভিক, গর্বিত দিনমজুর পরিবার

আবগারি দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘একাধিক জেলায় সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত৷ বিভিন্ন জায়গায় সরকারি নির্দেশিকা লঙ্ঘিত হয়েছে৷ জনস্বার্থ বজায় রেখে স্বাভাবিক ভাবে যেতে ব্যবসা চলতে পারে, সে দিকেই জোড় দেওয়া হয়েছে৷’’ নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘‘লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি নিজেরাই এই সিসিটিভি স্থাপনের জন্য দায়ী থাকবে৷ তবে  কোনও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমেও তারা এই কাজ সম্পন্ন করতে পারে।’’ বলা হয়েছে, ক্যামেরা পজিশন থাকবে বার কাউন্টার, বারের প্রবেশ পথ এবং বাহির পথে৷ যা অতিরিক্ত বারগুলির চারপাশও কভার করবে।

আরও পড়ুন- হাই কোর্টের নির্দেশ পেয়েই তৎপর CBI, ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি ৪টে টিম

আবগারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই নজরদারি সম্পূর্ণ এইচডি রেজলিউশন হবে৷ কমপক্ষে ২৫ ফ্রেম প্রতি সেকেন্ড ভিডিয়ো ফিড সরবরাহ করবে৷ ভিডিয়ো নজরদারি ব্যবস্থার ডিজিটাল ক্যামেরাগুলি এমন হওয়া উচিত যে ‘অন শপ’ -এর লাইভ ভিডিয়ো ফিডগুলি ওয়েব ব্রাউজারের মাধ্যমে আবগারি কর্তৃপক্ষের কাছে উপলব্ধ করা যাবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =