হাই কোর্টের নির্দেশ পেয়েই তৎপর CBI, ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি ৪টে টিম

হাই কোর্টের নির্দেশ পেয়েই তৎপর CBI, ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি ৪টে টিম

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-এর হাতে তদন্তভার দেওয়ার পরেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারা সংস্থা৷ হাই কোর্টের নির্দেশ পাওয়া মাত্রই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন দিল্লি ও কলকাতার সিবিআই আধিকারিকরা৷ ২৪ ঘণ্টার মধ্যেই ৪টি বিশেষ টিম গঠন করে ফেলেছে সিবিআই৷ অন্যদিকে, আদালতের প্রতিলিপি হাতে পাওয়ার পর লিগাল টিমের সঙ্গেও মিটিং করেন সিবিআই ডিরেক্টর৷ 

আরও পড়ুন- নিয়োগ নেই, হাতে হারিকেন! চপ ভেজে, জুতো পালিশ করে D.EL.Ed প্রার্থীদের বিদ্রোহ!

ভোট পরবর্তী হিংসা মামলায় ঘুটি সাজাতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনে তদন্তের প্রেক্ষাপট ও গুরুত্ব অনুসারে গঠন করা হয়েছে ৪টি স্পেশাল টিম। জানা গিয়েছে চারটি বিশেষ তদন্তকারী দলের প্রতিটিতে থাকবেন ৬-৭ জন করে অফিসার। সিবিআই সূত্রে খবর, এই টিমের একাধিক অফিসার আসবেন দিল্লি ও দেরাদুন থেকে৷ এই ৪টি দলে থাকছেন এসপি পদমর্যাদার ৩ জন আধিকারিক, ডিআইজি পদমর্যাদার ২ আধিকারিক এবং জয়েন্ট ডিরেক্ট পদমর্যাদার ১জন আধিকারিক৷ 

আরও পড়ুন- সশস্ত্র তালিবানের সঙ্গে হাসিমুখে কল্যাণীর প্রাক্তনী, হতবাক পরিচিতরা

কলকাতা হাই কোর্টের নির্দেশ, খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর অপরাধের তদন্ত করবে সিবিআই৷ অন্যদিকে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগগুলি খতিয়ে দেখবে স্পেশ্যাল ইনভেস্টেগেশন টিম (সিট)৷ মোট ৩০ জন দক্ষ অফিসারকে নিয়ে সিটি গঠন করা হয়েছে৷ যার মাথায় থাকবে মাথার ওপর থাকবেন জয়েন্ট ডিরেক্টর পদ মর্যাদার অফিসার। আগামী ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করবে সিবিআই ও সিট৷ তদন্তকারী অফিসাররা দ্রুত কথা বলবেন আক্রান্তদের সঙ্গে৷ সিট অকুস্থল পরিদর্শন করে খতিয়ে দেখে  প্রাথমিক রিপোর্ট দেবে দেবেন জয়েন্ট ডিরেক্টরকে। সেই রিপোর্ট যাবে দিল্লিতে। পরবর্তী নির্দেশের পরেই তদন্তকারীরা অভিযুক্তদের সিবিআই অফিসে ডেকে বয়ান রেকর্ড করা শুরু করবেন৷ সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − three =