Aajbikel

শহরতলিতে আকাশে যুদ্ধবিমানের গর্জন! উড়ল F-16, শোরগোল এলাকায়

 | 
এই ১৬

কলকাতা:  শহরতলির আকাশে হঠাৎই যুদ্ধবিমানের গর্জন৷ সোমবার বিকেলে উত্তর কলকাতার শহরতলির আকাশে উড়ল বায়ুসেনার যুদ্ধবিমান এফ-১৬। সাধারণত দেশের উত্তর বা পশ্চিমাঞ্চলের অন্যান্য শহরের মতো কলকাতা এবং শহরতলির আকাশে যুদ্ধবিমানের আনাগোনা একেবারেই আকষ্মিক। বারাকপুরে যে এয়ার স্টেশন রয়েছে, সেখান থেকে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার আকাশে টহল দিয়ে থাকে। কিন্তু এফ-১৬র মতো যুদ্ধবিমানের গর্জন শুনতে অভ্যস্ত নয় এই শহর৷ ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায়। স্থানীয়রা কিছুটা আতঙ্কিতও হয়ে পড়েন৷ 

আরও পড়ুন- হঠাৎ চায়ের দোকানে ঢুকলেন মুখ্যমন্ত্রী, শুরু করলেন চপ পরিবেশন

ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন এয়ার ম্যান অনিমেষ দাস বলেন, ‘বিকাল ৩টে নাগাদ যুদ্ধ বিমান ওড়ার আওয়াজ শুনতে পাই। বিমানটি খুবই নীচ দিয়ে উড়ছিল। তবে আমি ঘর থেকে বেরিয়ে আসার আগেই সেটি মিলিয়ে যায়।’ হঠাৎ শহরতলীর আকাশে কেন যুদ্ধ বিমান?  বিমান বাহিনীর আধিকারিকরা পরে জানান, পূর্ব মেদিনীপুর জেলার কালাইকুন্ডায় এয়ার ফোর্স স্টেশনে আইএএফ এবং রিপাবলিক অফ সিঙ্গাপুর এয়ার ফোর্স (আরএসএএফ) একটি যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। তার অংশ হিসেবেই ওই যুদ্ধ বিমানটি শহরতলির আকাশে উড়ছিল। এই যুদ্ধ বিমানগুলির দুটি দল রয়েছে- একটি লাল এবং একটি নীল দল। লাল দল মূলত আক্রমণকারী এবং নীল দল হল ডিফেন্ডার। মহড়ার সময় এই বিমানগুলিতে যুদ্ধাস্ত্র থাকে না। মহড়ার সময় পাইলটদের স্কোরিং সিমুলেটেড শটগুলি রেকর্ড করা হয়।

Around The Web

Trending News

You May like