BJP-র তারকা প্রার্থী তনুশ্রীর কাছে নেই কোনও স্থাবর সম্পত্তি, জানেন তাঁর অস্থাবর সম্পত্তি কত?

BJP-র তারকা প্রার্থী তনুশ্রীর কাছে নেই কোনও স্থাবর সম্পত্তি, জানেন তাঁর অস্থাবর সম্পত্তি কত?

কলকাতা:  একুশের ভোট ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা হাতে লড়াইয়ে নেমেছেন টলিউডের তারকারা৷ তারকার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিয়েছে তৃণমূল-বিজেপি৷ এবার ভোটে বিজেপি’র অন্যতম তারকা প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী৷ হাওড়ার শ্যামপুর থেকে প্রার্থী হয়েছেন তিনি৷ ভোট ময়দানে তাঁর লড়াই হবে তৃণমূলের বিদায়ী বিধায়ক কালীপদ মণ্ডল এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিতাভ চক্রবর্তীর সঙ্গে৷ জোড় কদমে চলছে প্রচার৷ ১৮ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন তনুশ্রী চক্রবর্তী৷ পেশ করেছেন হলফনামাও৷ হলফনামায় জানিয়েছেন তাঁর সম্পত্তির খতিয়ান৷ অভিনেত্রী জানিয়েছেন, তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই৷ অস্থাবর সম্পতিত ৪১ লক্ষ টাকা৷ 

আরও পড়ুন- হুইলচেয়ারে বসেই নন্দীগ্রামে রোড শো মমতার, উলুধ্বনি, শঙ্খধ্বনিতে উৎসাহীদের ভিড়

তনুশ্রীর পেশ করা হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ১০ লক্ষ ৩১ হাজার ১০০ টাকা৷ মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি’র এই তারকা প্রার্থীর হাতে ছিল ৫০ হাজার টাকা৷ তাঁর ব্যাঙ্কে সঞ্চিত রয়েছে ১৪ লক্ষ ৭৬ হাজার টাকা৷ তবে বন্ড, শেয়ার, এনএসএস ও মিউচুয়াল ফান্ডে কোনও সঞ্চয় নেই৷ হলফনামা অনুযায়ী শ্যামপুরের তারকা প্রার্থীর নামে একটি গাড়ি আছে৷ যার বর্তমান বাজার মূল্য ১৬ লক্ষ ৭৫ হাজার ৩০৭ টাকা৷ তনুশ্রীর কাছে আছে ১৯৫ গ্রাম সোনার গয়না৷ যার বর্তমান বাজার দর ৯ লক্ষ টাকা৷ সব মিলিয়ে বিজেপি’র তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ লক্ষ ১ হাজার ৩০৭ টাকা৷ তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই৷ মাথার উপর রয়েছে ৫ লক্ষ ৫৪ হাজার ৫৫৪ টাকা ঋণের বোঝা৷ হলফনামায় তিনি আরও জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 8 =