BREAKING: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত

BREAKING: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন কিশোর দত্ত

কলকাতা:   ইস্তফা দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷  তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে৷ টুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ 

আরও পড়ুন- ৪০% কর দিয়ে সম্পত্তি করেছি,৭০ শতাংশ ভোট পড়লেই জিতব, খোঁচা প্রিয়াঙ্কার

মঙ্গলবার রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে নিজের ইস্তফাপত্র পাঠান এজি কিশোর দত্ত৷ সেই পদত্যাগপত্র সহ টুইট করেন রাজ্যপাল৷ টুইটে তিনি জানান, অ্যাডভোকেট জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে৷  কিন্তু কেন আচমকা ইস্তফা দিলেন অ্যাডভোকেট জেনারেলয় তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ মেয়াদ শেষের আগেই রাজ্যপালের কাছে এই ইস্তফা নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছে৷

যদিও রাজ্যপালের কাছে পাঠানো ইস্তফাপত্রে তাঁর এই সিদ্ধান্তের পিছনে ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন৷ তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, ইস্তফার ক্ষেত্রে ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করা হয়৷ সেক্ষেত্রে কেন কিশোর দত্ত আচমকা পদত্যাগ করলেন, তা নিয়ে নিশ্চিত ভাবেই ধন্দ তৈরি হয়েছে৷ রাজ্যপালের পাশাপাশি মুখ্যসচিব, আইন ও বিচারমন্ত্রীর কাছেও পদত্যাগের একটি কপি পাঠিয়েছেন কিশোর দত্ত৷ উল্লেখ্য, ১০ বছরের মেয়াদে ৫ বছরের মধ্যেই পদত্যাগ করলেন তিনি৷ 

আরও পড়ুন- আদালতে হাজির করা হল MPS’র কর্ণধারকে, দিতে হবে সম্পত্তির হিসেব

তৃণমূলের আমলে একাধিক অ্যাডভোকেট জেলারেল পদত্যাগ করেছেন৷ ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে মোট চার জন অ্যাডভোকেট জেনারেল ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন৷ ২০১০ থেকে ২০১১ পর্যন্ত রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিমল চট্টোপাধ্যায়৷ সেই সময় পঞ্চায়েত মামলা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি৷ সেই মামলায় রাজ্য সরকার হেরে যায়৷

এর পর জয়ন্ত মিত্র অ্যাডভোকেট জেনারেল পদ থেকে সরে দাঁড়ানোর পর ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে দায়িত্ব নেন কিশোর দত্ত৷ অ্যাডভোকেট জেনারেল হিসাবে নারদ, সারদা থেকে শুরু করে সর্বশেষ নন্দীগ্রাম মামলা লড়ছিলেন৷ কিন্তু এই সকল মামলায় হাইকোর্টে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল রাজ্য সরকার৷ মঙ্গলবার সকাল থেকেও তিনি বিভিন্ন মামলা নিয়ে ব্যস্ত ছিলেন৷ হঠাৎই পদত্যাগ করায় শোরগোল পড়ে যায় কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 5 =