রাজনীতির ময়দান থেকে এবার খেলার মাঠ, রাজ্য সরকারের কর্মসূচিতে ‘খেলা হবে’

রাজনীতির ময়দান থেকে এবার খেলার মাঠ, রাজ্য সরকারের কর্মসূচিতে ‘খেলা হবে’

কলকাতা:  বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি সরগরম হয়েছিল ‘খেলা হবে’ স্লোগানে৷ এবার রাজনৈতিক স্লোগান সরকারি কর্মসূচিতে৷ রাজ্য সরকারের নতুন কর্মসূচির নাম দেওয়া হল ‘খেলা হবে’৷ 

আরও পড়ুন- ভোটে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে FIR, পাল্টা হাইকোর্টের দ্বারস্থ মিঠুন

নির্বাচনী প্রচারে রাজনৈতিক সমাবেশে ‘খেলা হবে’ স্লোগান ঝড় তুলেছিল৷ মুখ্যমন্ত্রী নিজে প্রতিটি সমাবেশে ফুটবলকে সঙ্গে রেখে খেলা হবে স্লেগান তুলেছিলেন৷ মঞ্চ থেকে নিজে জনগণের উদ্দেশে ফুটবল ছুঁড়ে দিয়েছিলেন তিনি৷ ভাঙা পায়েই ‘খেলেছিলেন’ ফুটবল৷ বিরোধীদের মুখেও শোনা গিয়েছিল এই স্লোগান।  সেই বিষয়টি মাথায় রেখেই রাজ্য সরকারের কর্মসূচিতে এবার যুক্ত হল ‘খেলা হবে’ কর্মসূচি৷

এই কর্মসূচি মেনে রেজিস্টার ক্লাবগুলিকে ফুটবল দেওয়া হবে৷ ফুটবলের মানোন্নয়নের জন্যই সরকারিভাবে এই কর্মসূচি৷ রাজ্যের যুব দফতরের তরফে এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই সার্কুলার জারি করা হয়েছে৷ তাতে রেজিস্টার ক্লাবগুলিকে জেলা যুব দফতরে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে৷ জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এই ফুটবল বিতরণের কাজ শুরু হবে৷ তবে কোন ক্লাবকে কতগুলি করে ফুটবল দেওয়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি৷ তবে জানা গিয়েছে যে ফুটবল দেওয়া হবে তাঁর নাম ‘জয়ী’৷ রাজ্যের ছাত্র যুব শক্তিকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতেই রাজ্য সরকারের এই খেলা হবে কর্মসূচি৷ আর এই লক্ষ্য পূরণেই রাজনীতির ময়দান থেকে এবার খেলার মাঠে  ‘খোলা হবে’৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =