Aajbikel

বিধায়করা কেন্দ্রীয় হারে ভাতা পাবেন কি? DA ইস্যুতে প্রশ্ন সাংসদ-আইনজীবীর

 | 
money

কলকাতা: দীর্ঘ সময় ধরেই ডিএ নিয়ে রাজ্যে বিক্ষোভ চলছে। সম্প্রতি বাজেট পেশের দিন ৩ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তাতেও ক্ষোভ একটুকু কমেনি। বরং বলা হচ্ছে, ভিক্ষাসুলভ আচরণ করেছে সরকার। আন্দোলনকারীদের দাবি, তারা কেন্দ্রীয় হারেই ডিএ চান। এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডিএ ইস্যুতে বিধায়কদের ভাতা প্রসঙ্গ নিয়ে মন্তব্য করেছেন তিনি।   

আরও পড়ুন: সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও কাজ, বাজেট কর্মসংস্থানমুখী, জানালেন মুখ্যমন্ত্রী

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, কেন্দ্রের সমহারে ডিএ চাইছেন সরকারি কর্মচারীরা। তাহলে রাজ্যের বিধায়করা কেন্দ্রীয় হারে কেন ভাতা পাবেন না? প্রশ্ন তাঁর। এর সঙ্গে মূল্যবৃদ্ধির যুক্তিও দিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর আরও প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো কি হাইকোর্টের বিচারপতিরা সমহারে ডিএ পাবেন? যদিও রাজ্যকে কোনও রকম 'পরামর্শ' দিতে নারাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, রাজ্যের এখন অনেক বড় বড় আইনজীবী আছেন। কিন্তু তাঁদের কারোর মাথায় কেন এই প্রশ্ন বা বুদ্ধি আসেনি, তা তিনি বুঝতে পারছেন না। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জমি সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমন মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

এমনিতে ডিএ ইস্যুতে বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্য সরকার চাইলে বকেয়া ৩৯ শতাংশ মহার্ঘ ভাতা দিতেই পারে। এর জন্য আদালতে কোনও বাধা নেই। কিন্তু মাত্র ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা আন্দোলনে ঘৃতাহুতি দেবে। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের আরও ৩ শতাংশ ডিএ দেওয়া হবে। পেনশনভোগীদের জন্যেও ৩ শতাংশ ডিএ বৃদ্ধি। মার্চ থেকেই বর্ধিত হারে ডিএ মিলবে।

Around The Web

Trending News

You May like