জয় সাহা খড়দা ছেড়ে পালাবেন, বললেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা

জয় সাহা খড়দা ছেড়ে পালাবেন, বললেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা

কলকাতা:  কাজল সিনহায় প্রয়াণে নির্বাচন হচ্ছে খড়দায়৷ সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ এগোচ্ছে তৃণমূল৷ যে ফলাফল সামনে এসেছে তাতে ব্যবধান ক্রমশ বাড়ছে৷ ১২ হাজার ৮২৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস৷ তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী জয় সাহা৷ গত বিধানসভা ভোটে দ্বিতীয় স্থানে ছিলেম শিলভদ্র দত্ত৷ ২৮ হাজার ১৪০ ভোটে জিতেছিলেন কাজল সিনহা৷ এই ব্যবধান আরও বাড়বে বলেই তৃণমূলের দাবি৷ গণনা কেন্দ্রের ভিতরে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ 

আরও পড়ুন- গোসাবা-দিনহাটায় তৃণমূলের ব্যাপক লিড, খড়দা-শান্তিপুরেও এগোচ্ছে শাসক দল

বিধানসভা ভোটের শেষ বেলায় আক্রান্ত হয়েছিলেন প্রায়ত নেতা কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা ও তাঁর পুত্র৷ উপনির্বাচনেও তৃণমূলের ব্যবধান ক্রমশ বাড়ছে৷ তিনি বলেন, শোভনদেববাবু এখান থেকে জিতবেন৷ এটা উন্নয়নের জয়৷ প্রচুর মার্জিনে উনি এখান থেকে জয়ী হবেন৷ ৮০ হাজারের ব্যবধান হবে৷ তবে জয় সাহার প্রসঙ্গ উঠতেই বিরক্ত প্রকাশ করেন নন্দিতা সিনহা৷ তিনি বলেন, যে নোংরামি করে গিয়েছে তার কোনও ক্ষমতা হয় না৷ নোংরামির কোনও শেষ নেই৷ দাপিয়ে বেড়িয়েও শেষ পর্যন্ত ওঁকে এখান থেকে পালাতে হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 14 =