গোসাবা-দিনহাটায় তৃণমূলের ব্যাপক লিড, খড়দা-শান্তিপুরেও এগোচ্ছে শাসক দল

গোসাবা-দিনহাটায় তৃণমূলের ব্যাপক লিড, খড়দা-শান্তিপুরেও এগোচ্ছে শাসক দল

 কলকাতা:  চার কেন্দ্রে ভোট গণনায় লিড তৃণমূলের৷ দিনহাটা-গোসাবায় লাফিয়ে বাড়ছে ব্যবধান৷ তবে এই কেন্দ্রে ভোট লুঠের অভিযোগ এনেছে বিজেপি৷ খড়দায় এগিয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ খড়দায় দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম৷ শান্তিপুরেও এগিয়ে তৃণমূল৷ ক্রমশ জমি হারাচ্ছে বিজেপি৷ 

আরও পড়ুন- চলছে ভোট গণনা, দিনহাটা-গোসাবায় এগিয়ে তৃণমূল

শান্তিপুরে তৃতীয় রাউন্ডের শেষে ৯ হাজার ৮ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের ব্রজ কিশোর গোস্বামী৷ খড়দায় তৃতীয় রাউন্ড শেষে ১২ হাদার ৮২৫ ভোটে এগিয়ে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ উল্লেখ্য খড়দায় বিজেপি’কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএমের দেবজ্যোতি দাস৷ গোসাবায় নবম রাউন্ডের শেষে ৮২ হাজার ৩০৭ এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল৷ অন্যদিকে, দিনহাটায় অষ্টম রাউন্ড শেষে ৬২ হাজার ৮৪৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ৷

এদিন শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এখন গণনা চলছে৷ দেখা যাক আমরা কোথায় গিয়ে থামি৷ বাংলাদেশের ভোটার নিয়ে মিথ্যে কথা বলেছে৷ ছেলেটি বাংলাদেশ থেকে এসেছে ঠিকই৷ কিন্তু এখন সে এখানকারই বাসিন্দা৷ এখানকার মানুষ তৃণমূলেরই সমর্থক৷ এখন ব্যবধান কত হয়, সেটাই দেখার৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =