‘কাজ ভাল হচ্ছে’, টেট ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়

‘কাজ ভাল হচ্ছে’, টেট ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা: বহু প্রতীক্ষার পর অবশেষে গত রবিবার হয়েছে টেট পরীক্ষা। আর প্রাথমিকের টেটের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে। মঙ্গলবার প্রাথমিকের একটি মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে।” এদিকে পর্ষদের আইনজীবী জানিয়েছেন, এ বার উত্তরপত্র (ওএমআর শিট) সংরক্ষণ করা থাকবে। প্রায় ৫.৫ লক্ষের বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন- রবীন্দ্রনাথ ঘোষের মন্তব্যে ফের প্রকট তৃণমূলের আদি-নব্যের দ্বন্দ্ব! ক্ষমতার ভরকেন্দ্রের বদল হতেই ক্ষোভ?

আসলে ওএমআর শিটের কার্বন কপির ব্যবস্থা করার কারণ ছিল যাতে উত্তরপত্রের একটি প্রতিলিপি নিজেদের সঙ্গে বাড়ি নিয়ে আসতে পারেন পরীক্ষার্থীরা। আর সেটাই সকলে করেছেন বলে জানা গিয়েছে। পরে উত্তরপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখতে পারবেন তারা। পর্ষদের পক্ষ থেকে জানান হয়েছে, দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ করা হয়েছিল এবং স্বচ্ছতার সঙ্গেই এবারের পরীক্ষা হয়েছে। আসলে ২০১৪ এবং ২০১৬ সালের টেটের উত্তরপত্র নষ্ট করার অভিযোগ উঠেছিল পর্যদের বিরুদ্ধে। তাই এবার আর কোনও ঝুঁকি নিতেই চায়নি তারা বলে অনুমান বিশ্লেষকদের।

গত ১১ ডিসেম্বর টেট পরীক্ষায় প্রায় ৭ লক্ষ জন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন। আগে ২০১৭ সালে আবেদনকারীর সংখ্যা ছিল আড়াই লক্ষ। স্বাভাবিকভাবেই বলা যায়, এবারের টেট পরীক্ষা নিয়ে কৌতূহল অনেক বেশি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seventeen =