Aajbikel

পাহাড় প্রমাণ দুর্নীতিগ্রস্ত! পর্ষদকে তীব্র ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 | 
হাইকোর্ট

কলকাতা: শিক্ষক নিয়োগ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, শিক্ষা পর্ষদ পাহাড় প্রমাণ দুর্নীতিগ্রস্ত। যুব সমাজের কাছে তা প্রমাণিত। এক চাকরিপ্রার্থীর করা প্রশ্ন ভুল মামলার শুনানিতেই এই মন্তব্য করতে শোনা যায় তাঁকে। একই সঙ্গে এও বলেন, মেধাবী চাকরি প্রার্থী দেওয়ালে মাথা ঠুকছে আর পর্ষদের ভুলে তারা বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন- আদালতে ঢোকার পথে মেজাজ হারালেন পার্থ, আঙুল উঁচিয়ে বললেন ‘চুপ করে থাকুন’,

আসলে নেফাউর শেখ একজন চাকরিপ্রার্থী যিনি ২০১৪ সালে পরীক্ষা দেন। কিন্তু ২০১৬ সালে জানতে পারেন যে তিনি পাশ করেননি। এদিকে ২০২১ সালে মামলা করার পর তিনি টেট উত্তীর্ণ হন যদিও তাকে পর্ষদ পরীক্ষায় বসতে দেয়নি কারণ, যে সময়সীমা পর্ষদ বেঁধে দিয়েছিল সেই বয়স সীমা পেরিয়ে গিয়েছিল তাঁর। তবে এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে ওই চাকরিপ্রার্থী যাতে পরীক্ষায় বসতে পারে, তা নিশ্চিত করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এই প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, মেধাবী চাকরিপ্রার্থীরা লড়াই করে যাচ্ছে আর অযোগ্য অকৃতকার্যরা চাকরি করে যাচ্ছে। দুর্নীতিগ্রস্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ। একটা চাকরির জন্য মেধাবী চাকরি প্রার্থী দেওয়ালে মাথা ঠুকছে, এমনকি চাকরির পরীক্ষায় বসা থেকে বঞ্চিত হচ্ছে।

Around The Web

Trending News

You May like