কলকাতা: বুধবার খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির এক অনুষ্ঠানে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে গিয়ে কার্যত বোমা ফাটিয়েছেন তিনি। বিস্ফোরক মন্তব্য করেছেন সাম্প্রতিকে সময়ের কিছু কবিতা নিয়ে। এছাড়া সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারে রাখা কিছু বইয়ের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিচারপতি প্রশ্ন করেন, ”কবিতার প্রথম লাইন ‘এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং’। এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে?”
আরও পড়ুন- তৃণমূল মুখপাত্রকে এবার গ্রেফতার করল ইডি! কী কারণ
এই অনুষ্ঠানেই লাইব্রেরিতে থাকা বিভিন্ন বইয়ের ইস্যুতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ”এত অখাদ্য পুস্তক বিভিন্ন ভাষায় সরবরাহ করা হচ্ছে, যে কোনও মনুষ্য শাবক, মনুষ্য সন্তান তা পড়ার জন্য সেখানে যাবে না। হয়তো পরিকল্পিতভাবে বেশকিছু দিন ধরে কিছু অখাদ্য পুস্তক সেখানে সরবরাহ করা হয়, নিতে বাধ্য করা হয়।” এরপরেই তিনি প্রশ্ন করে বলেন, ”কবিতার প্রথম লাইন ‘এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং’। এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে? আমার তো মনে হয় কেউ পড়বে না। যারা লেখেন, যারা এইগুলি গ্রন্থাগারে গিলিয়ে দেন, তারা হয়তো পড়বেন।”
এখানেই থেমে থাকেননি বিচারপতি। তাঁর আরও বড় মন্তব্য, এখন হয়তো বলার সময় এসেছে যে এইসব অখাদ্য জিনিসগুলো গ্রন্থাগারে রাখবেন না। মানুষ যাতে আকর্ষিত হন সেই ধরনের জিনিস রাখতে হবে। বিচারপতির দাবি, অনেক সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগার আছে যেখানে একটি তালিকা ধরিয়ে দেওয়া হয়, সেই বই না নিলে সাহায্য দেওয়া হয় না। তাঁর কটাক্ষ, এই ধরনের বই রাখলে উইপোকা ছাড়া কারোর সুবিধা হবে না।