Aajbikel

জেলবন্দি মানিককে ফের ২ লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

 | 
মানিক হাইকোর্ট

কলকাতা: প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের  জরিমানা করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেট সংক্রান্ত বিষয়ে আরটিআই করা সত্তেও তথ্য না দেওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্রাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ১৬ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার জেনারেলের কাছে এই টাকা জমা দিতে বলা হয়েছিল তাঁকে। সেই নির্দেশ অমান্য করায় ফের ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি৷ 

আরও পড়ুন- শরীর ভালো নেই অনুব্রতর, যেতে হল হাসপাতালে

হাই কোর্টের লিগাল সার্ভিস কমিটির কাছে এই টাকা জমা দিতে হবে। ১০ দিনের মধ্যে ওই টাকা না দেওয়া হলে যথাযথা ব্যাবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। যদিও ৫ ফেব্রুয়ারি আদালতের  নির্দেশের বিরুদ্ধে আপিল করেছেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সেই মামলায়  এখনও কোনও নির্দেশ হয়নি।

ছয় বছরেও পরীক্ষার ফল না জানানোয় জরিমানার কোপে পড়েন  জেলবন্দি মানিক ভট্টাচার্য। মানিককে ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেও রেহাই পেলেন না মানিক। সাত দিনের মধ্যে জরিমানার ওই টাকা দিতে বলা হয় তাঁকে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সেই টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ সেই নির্দেশ লঙ্ঘন করে ফের ২ লক্ষ টাকা জরিমানা হল তাঁর৷ 


 

Around The Web

Trending News

You May like