×

শরীর ভালো নেই অনুব্রতর, যেতে হল হাসপাতালে

 
anubrata

আসানসোল: জামিন মেলেনি। এখনও জেলেই থাকতে হচ্ছে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। আসানসোলের বিশেষ সিবিআই আদালত তাঁর মামলার শেষ শুনানিতেও ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন। জেলে থাকতে থাকতেই এবার হাসপাতালে যেতে হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। জানা গিয়েছে, তিনি নাকি অসুস্থ। তাঁর বুকে ব্যথা হয়েছে। সেই কারণে সোমবার আসানসোল সংশোধনাগার থেকে সোজা হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল। 

আরও পড়ুন- হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের! কী অভিযোগ করলেন সাংসদ দিব্যেন্দু

এদিন হাসপাতালে ঢোকার আগে তৃণমূল নেতা জানিয়েছেন তাঁর বুকে ব্যথা। বিগত কয়েকদিন ধরে তাঁর শরীরও ভালো নেই। কিন্তু জেল সূত্রে জানা গিয়েছে, প্রতি দু’মাস অন্তর জেলবন্দিদের হাসপাতালে চেকআপ করা নিয়মের মধ্যেই পড়ে। তাই এটা তাঁর রুটিন চেকআপ। এর আগে গত ২০ নভেম্বর অনুব্রত মণ্ডলকে হাসপাতালে আনা হয়েছিল। এও শোনা গিয়েছে, দিনদিন ওজন কমে যাচ্ছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। যদিও তাঁর রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক আছে এখন। চিকিৎসকরা অন্য কিছু ভয়ের দেখছেন না। 

আগের জেল হেফাজতের মেয়াদ শেষে গত শুক্রবার অনুব্রত মণ্ডলকে আবার আদালতে হাজির করানো হয়েছিল। সেই শুনানিতেই আবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও জামিনের জন্য আবেদন করেননি অনুব্রত মণ্ডলের আইনজীবী। গরু পাচারের এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ মার্চ। প্রসঙ্গত, ঠিক কবে তিনি জামিন পেতে পারেন সেই নিয়েও কিছু স্পষ্টভাবে এখনই বলা সম্ভব নয়। 

From around the web

Education

Headlines