Aajbikel

হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের! কী অভিযোগ করলেন সাংসদ দিব্যেন্দু

 | 
dibyendu

কাঁথি: তিনি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই। কাঁথির অধিকারীদের নিয়ে চর্চা হয়েই থাকে রাজ্যে। সামনেই পঞ্চায়েত ভোট, তাই আলোচনা যে আরও বাড়বে এটাই কাম্য। কিন্তু তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন তা বিরাট বড়। তিনি দাবি করেছেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু কীসের জন্য, কারাই বা দিচ্ছে তাঁকে হুমকি? 

আরও পড়ুন- গোপনে করোনা বাড়ছে নাতো? নিকাশির জল পরীক্ষায় জোর

দিব্যেন্দুর কথায়, হলদিয়ায় অবৈধ পথে কয়লা চুরির ঘটনা ঘটছে। এর প্রতিবাদ করার জন্যই তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। বলা হচ্ছে, প্রাণে মেরে ফেলা হবে এমনকি তাঁর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। যদিও কারা হুমকি দিচ্ছে সেই বিষয়ে কিছু বলেননি তিনি। এও জানা গিয়েছে, তিনি পুলিশেও এই ব্যাপারে কোনও অভিযোগ করবেন না। দিব্যেন্দুর বক্তব্য, এর আগে একাধিক ইস্যুতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি কিন্তু কোনও লাভ হয়নি। পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।

 

আসলে সাংসদের তরফে জানান হয়েছে, গত জানুয়ারি মাসে সিআইএসএফ জওয়ানরা হলদিয়া শিল্পাঞ্চলে অবৈধ ভাবে কয়লা চুরির ঘটনা সম্পর্কে জানতে পেরেছিল। কয়লা চোরদের ছোড়া পাথরে আহত হয়েছিলেন তারা তবে চোরদের দু’টি বাইক আটক করতে সক্ষম হন। সাংসদ হিসাবে সেই ঘটনার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানান দিব্যেন্দু। তারপর থেকেই নাকি তিনি খুনের হুমকি পাচ্ছেন। 
 

Around The Web

Trending News

You May like