Aajbikel

কোন জাদুতে ৪০ নম্বর বদলে গেল ১০-এ? গ্রুপ সি-র OMR শিট প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি

 | 
অভিজিৎ

কলকাতা: একের পর এক দুর্নীতি, একের পর এক সিবিআই তদন্তের মাঝে নতুন করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷  আড়ালে থাকা সেই সত্য প্রকাশ্যে আনল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শুক্রবার এমন এক সত্য সামনে এল, যা শুনে বিস্মিত কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এসএসসি-র তরফে আদালতে জানানো হয়, গ্রুপ সি নিয়োগে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ওএমআর শিটে যা রয়েছে, তার সঙ্গে কমিশনের কাছে থাকা নম্বরের কোনও মিল নেই৷ এসএসসি আরও জানিয়েছে, এর পিছনে হাত রয়েছে কমিশনেরই কিছু আধিকারিকের৷ এ কথা শুনে রীতিমতো বিস্মিত বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তিনি অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনকে ওই উত্তরপত্র প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছেন৷ 

আরও পড়ুন- নিয়োগ ইস্যুতে মিছিলের অনুমতি শেষমেষ মিলল, তবে মানতে হবে আদালতের শর্ত

এদিন কমিশন আদালতে যে হলফনামা জমা দিয়েছে তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওই হলফনামায় এসএসসি জানায়, প্রকৃত উত্তরপত্র এবং কমিশনের কাছে থাকা নম্বরের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। গ্রুপ সি নিয়োগের পরীক্ষার খাতা দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল গাজিয়াবাদের একটি সংস্থা নাইসা-কে। এসএসসি জানাচ্ছে, নাইসা-র সার্ভারে যে গ্রুপ সি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ৪০ দেখানো হয়েছে। সেটাই কমিশনের ওয়েবসাইটে  কমে হয়েছে ১০৷ এটা কী ভাবে সম্ভব হল? কী ভাবে বদলে গেল নম্বর? সেই ব্যাখ্যা দিয়েছে এসএসসি। হলফনামায় কমিশনের বক্তব্য, কমিশনের পূর্বতম আধিকারিকেরাই সম্ভবত অযোগ্যদের নিয়োগ দিতে নম্বরে কারচুরপি করেছে৷ এসএসসি-র সত্যোদ্ঘাটনে হতবাক বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এই সত্য প্রকাশ্যে আসার পরেই স্কুলে গ্রুপ-সি নিয়োগ মামলায় আড়ালে থাকা ৩,৪৭৮টি উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই উত্তরপত্রগুলির নম্বরে কারচুপি করা হয়েছে বলে আগেই অভিযোগ উঠেছিল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ওএমআর শিটগুলি উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার এ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ, আড়ালে থাকা এবং নম্বর কারচুপি করা উত্তরপত্রগুলিকে অবিলম্বে এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এক সপ্তাহের মধ্যে এই কাজ করতে হবে বলেও নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের৷  ৯ মার্চের মধ্যেই গুম হওয়া গ্রুপ-সির ওএমআর শিট এসএসসি-র ওয়েবসাইটে আপলোডের কাজ সম্পূর্ণ করতে হবে।


 

Around The Web

Trending News

You May like