ওয়েটিং লিস্ট গঙ্গার মতো স্বচ্ছ নয়! তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি বসুর

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আবার বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত ইস্যুতে তাঁর মন্তব্য, ওয়েটিং লিস্ট কিন্তু গঙ্গার মতো স্বচ্ছ নয়। এই মন্তব্যের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে সতর্ক থাকার পরামর্শও তিনি দিয়েছেন। বিচারপতির কথায়, ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে অনেক বেশি সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন- কিছুই করে না, উস্কানি দেয়! কাজ নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার
সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১ হাজার ৯১১ জন কর্মরত গ্রুপ-ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এতজনের শূন্যপদে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়াও শুরু করার নির্দেশ দিয়েছিলেন তিনি। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং তা বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে বিচারাধীন। শুধু তাই নয়, মামলাকারীরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন। তাই এই আবহে বিচারপতি বসুর ওয়েটিং লিস্ট নিয়ে এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই অনুমান করছে আইনজীবী মহলের একটা বৃহৎ অংশ। খেয়াল করতে হবে, সোমবারই ‘নিয়ম বহির্ভূত ভাবে’ এক শিক্ষিকার চাকরি পাওয়া নিয়ে শুনানির সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও কটাক্ষ করেছিলেন বিচারপতি বসু। চাকরি কারও ‘পৈতৃক সম্পত্তি’ নয়, এমনই কড়া মন্তব্য ছিল তাঁর৷
অন্যদিকে গ্রুপ ডি-র যে ১ হাজার ৯১১ জন চাকরিপ্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা আদালত থেকে আশ্বাস পেয়েছেন। জানা গিয়েছে, আগামী ৩ মার্চ এই মামলাটির শুনানি হতে পারে। যদিও এর জন্য আলাদা কোনও বেঞ্চ নির্ধারণ করা হয়নি এখনও পর্যন্ত।