দুর্নীতি একমাত্র এজেন্ডা, রাজনৈতিক মতাদর্শ নিয়ে কী বললেন বিচারপতি

দুর্নীতি একমাত্র এজেন্ডা, রাজনৈতিক মতাদর্শ নিয়ে কী বললেন বিচারপতি

কলকাতা: তিনি আদতে কোনও সেলেব্রিটি নন। কিন্তু এই মুহূর্তে তাঁকে বাংলার তথা দেশের কেউ চেনেন না, এমন নয়। তিনি কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে যা যা নির্দেশ আসছে বা পদক্ষেপ হচ্ছে তার সিংহভাগ কারণ তাঁকেই বলা যায়। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে অনেক কথাই জানালেন। তবে রাজনৈতিক এজেন্ডা কিছু আছে কী? সেই উত্তর অবশ্য দিলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- বগটুই কাণ্ডের মূল পাণ্ডা সিবিআই জালে, সিউড়ি থেকে পাকড়াও

এদিন তিনি বলেন, রাজনৈতিক এজেন্ডা তাঁর আছে কিনা সেই উত্তর তিনি এখনই দেবেন না। তবে যদি থাকে তাহলে তা দলীয় রাজনীতি নাও হতে পারে। কোনও এক মতাদর্শে তিনি বিশ্বাসী হতে পারেন। তবে এই মুহূর্তে তাঁর একমাত্র এজেন্ডা দুর্নীতি। বিচারপতি জানাচ্ছেন, তিনি টুল নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার কথা বলতে পারে। প্রয়োজন আছে দুর্নীতির বিরুদ্ধে ১০৩ ধরে অনশন করে মরে যাওয়া। একটা চাপ তৈরি হবে তাতে। বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে। তাঁর কথায়, তিনি দুর্নীতিকেই দেখেছেন ভারতবর্ষের এক অভিশাপ হিসেবে। এটা কোনও ভাবে কমান তো যাবে না, চাপ যদি বজায় রাখা যায় তাহলে খানিকটা কাজ হয়তো হবে। এমনই মত তাঁর।

পাশাপাশি তিনি এও জানান, তিনি সৎ এবং সৎ জীবনযাপন করেন। এই কথা বলতে তাঁর কোনও দ্বিধা নেই যে তিনি একজন সৎ মানুষ। যদিও তাঁর এই সাক্ষাৎকার নিয়ে তাঁর বিরুদ্ধেই আদালতে মামলা হয়েছে। আবেদনকারী আইনজীবীর দাবি, একজন সিটিং বিচারপতি এই ভাবে সংবামাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেন না। এটা উচিত হয়নি একদমই। তাই এই আবেদন আদালত গ্রহণ করেছে বলেই খবর। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eleven =