কলকাতা: রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল তার প্রায় সাত মাস কেটে গিয়েছে। এখন বগটুই সংক্রান্ত আর কোনও মামলাই বিচারাধীন নেই আদালতে। রাজ্যের রিপোর্ট দেখে সন্তুষ্ট হয়ে কলকাতা হাইকোর্ট নিষ্পত্তি করে দিয়েছে এই মামলার। কিন্তু ঘটনার মূল অভিযুক্তকে ধরা এখনও বাকি ছিল। সেই কাজটাই করে ফেলল সিবিআই। বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত সোনা শেখকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে গোয়েন্দারা। বীরভূমের সিউড়ি এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়ে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ‘বিধানসভায় যে ভুল বিজেপি করেছিল, তৃণমূল সেই ভুলটা করল’
গত মার্চ মাসে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগ ওঠার পরেই বগটুই গ্রামে ১০ টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক জনের মৃত্যু হয় সেই ঘটনায়। এই সোনার বাড়িতেও আগুন লাগানো হয়েছিল। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। এবার তাকেই পাকড়াও করল সিবিআই। অনুমান করা হচ্ছে, বগটুই সংক্রান্ত আরও ভিন্ন তথ্য এবার সামনে আসবে। সোনা ছাড়া এর আগে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ২৭ জনকে। এতদিন মূল চক্রী হিসাবে উঠে আসে আনারুল শেখের নাম। তাকে গ্রেফতারও করা হয়েছে। যদিও তার দাবি, সে নির্দোষ।
কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে কিছুদিন আগেই বগটুই সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্ট দেখে সন্তুষ্ট হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রিপোর্টে রাজ্য সরকার জানিয়েছিল, কয়েকজন গ্রামবাসী গ্রাম ছাড়া ছিলেন। ১২ জন ফিরে এসেছে। বাকি ৩ জন অন্য গ্রামে নিজের বাড়িতে থাকে। এখনও এলাকায় পুলিশ আছে বটে তবে পরিস্থিতি স্বাভাবিক। রাজ্য এও জানিয়েছে, কোনও নতুন অভিযোগ নেই। এই রিপোর্ট দেখে সব মামলা নিষ্পত্তি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।