কলকাতা: শুক্রবার গ্রুপ সি’তে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে নিয়োগ দুর্নীতির মামলায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। এসএসসি এবং শিক্ষা দফতর প্রসঙ্গেও মন্তব্য করেন বিচারপতি।
আরও পড়ুন- নিয়োগ ইস্যুতে মিছিলের অনুমতি শেষমেষ মিলল, তবে মানতে হবে আদালতের শর্ত
শুক্রবার এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, মধ্যশিক্ষা পর্ষদ নড়ে ঘাস খায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খায়। কিন্তু কেন এমন মন্তব্য করতে শোনা গেল তাঁকে? আসলে তিনি সুপারিশপত্র ছাড়াই গ্রুপ সি পদে নিয়োগ পাওয়া ৫৭ জনের নামের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন এসএসসিকে। তালিকা পেশের পরে ওই ৫৭ জনের নিয়োগ বাতিলের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন তিনি। পরে এক প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী আদালতে জানান, এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম এবং স্কুলের নাম দিয়েছে। জেলার নাম প্রকাশ করেনি। এই অবস্থায় তাঁদের খুঁজতে সমস্যা হয়েছে। তারপরেই বিচারপতি কটাক্ষের সুরে মন্তব্য, মধ্যশিক্ষা পর্ষদের অবস্থা এমন যারা নড়ে ঘাস খায় না! দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”চাকরি যাচ্ছেই! সিঙ্গেল বেঞ্চের রায় বহাল! HC upholds order over job termination of secondary teachers” width=”560″>
তবে এখানেই না থেমে এদিন তিনি এসএসসি এবং শিক্ষা দফতরকেও তোপ দেগেছেন। বিচারপতির এসএসসির আইনজীবীর উদ্দেশে মন্তব্য, তিনি তাঁদের বিশ্বাস করেন না। তার যথেষ্ট কারণ রয়েছে। আর তিনি এও মনে করেন দুর্নীতি থেকে লাভবান হয়েছে এসএসসি এবং শিক্ষা দফতরের কয়েক জন আধিকারিকও। উল্লেখ্য, নবম-দশম, প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে মোট ৩ হাজার ৬২৩ জনের জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।