নজরে একুশ! মমতা গড়ে আজ সার্জিক্যাল স্ট্রাইকে নাড্ডা

নজরে একুশ! মমতা গড়ে আজ সার্জিক্যাল স্ট্রাইকে নাড্ডা

কলকাতা: একুশের নির্বাচনকে পাখির চোখ করে ভোট ময়দানে ঝাঁপিয়েছে বিজেপি৷ বঙ্গে পদ্ম ফোটাতে মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব৷ একুশের নির্বাচনকে নজরে রেখেই ফের রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা৷ মমতা গড়ে সার্জিক্যাল স্ট্রাইকে নামতে চলেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি৷ 

আরও পড়ুন- মুকুলের বাড়িতে শীলভদ্র দত্ত! সাক্ষাতের কথা অস্বীকার করলেন দুজনেই

একাধিক কর্মসূচি নিয়ে বুধবার দু’দিনের সফরে বঙ্গে আসছেন জেপি নাড্ডা৷ আজ দুপুর ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছনোর কথা তাঁর৷ এই দু’দিন একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি৷ রাজ্যের ৯ জেলায় দলীয় কার্যালয়ের ভার্চুয়াল উদ্বোধনের পর তিনি পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুরে৷ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন নাড্ডা৷ আগামীকাল তিনি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে৷ ভবানীপুরে বিজেপি’র ‘আর নয় অন্যায়’ অভিযানে ‘গৃহ সম্পর্ক’ কর্মসূচিতে অংশ নেবেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি৷ এদিন দুপুরে ভবানীপুরে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারার কথাও রয়েছে তাঁর৷ 

বিজেপি নেতা শমিক ভট্টাচার্যের বলেন,‘‘৯ ডিসেম্বর কলকাতায় আসবেন জেপি নাড্ডা৷ ৩টে থেকে ৪টের মধ্যে তিনি যাবেন ভবানীপুরের গিরিশ মুখার্জ্জী রোডে৷ সেখানেই চলবে আমাদের ‘আর নয় অন্যায়’ কর্মসূচি৷ এর পর কালিঘাট মন্দিরে পুজো দেবেন তিনি৷ পর দিন ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে ডায়মন্ড হারবারের রেডিও স্টেশন মাঠ থেকে সাংবাদিক বৈঠক করবেন নাড্ডা৷’’ বুধবার কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর নাড্ডা যোগ দেবেন চা চক্রে৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তিনি নিজে৷ আগামীকাল ডায়মন্ড হারবারে সভা করবেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি৷ দুপুরে মৎস্যজীবীদের সঙ্গে দেখা করবেন তিনি৷ এক মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্নভোজনের কথাও রয়েছে তাঁর৷ 

আরও পড়ুন- শুভেন্দুকে খুনের আশঙ্কা! নিরাপত্তা চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন ‘দাদার অনুগামীরা’

মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে ১২০ দিন লাগাতার তীব্র প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের৷ এদিন ভবানীপুরে দলীয় কার্যালয়ে বসে দলের আগামী দিনের পরিকল্পনা ঠিক করবেন জেপি নাড্ডা৷ মমতা গড়ে মমতা বধের লক্ষ্য নিয়েই এগোচ্ছে বিজেপি৷ ভবানীপুর কেন্দ্রের আটটি ওয়ার্ডের মধ্যে ছ’টিতেই এগিয়ে রয়েছে পদ্ম শিবির৷ ফলে ভোটের আগে ভবানীপুরে নাড্ডার কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *