নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: মুকুলের বাড়িতে তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত৷ একুশের আগে বাড়ছে জল্পনা৷ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবারের নির্বাচনে তিনি তৃণমূলের হয়ে লড়বেন না৷ প্রবীণ নেতা শীলভদ্র দত্তের এই মন্তব্য বঙ্গ রাজনীতির উর্ধগামী পারদের মাত্রা আরও বাড়িয়ে তুলেছিল৷ এরপর আজ বিজেপি নেতা মুকুলের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাত্ করলেন বিধায়ক৷ এই খবর বিতর্কের জল্পনা আরও উস্কে দিয়েছে৷ যদিও সেই সাক্ষাতের কথা অস্বীকার করেছে দুজনেই৷ সূত্রের খবর, মঙ্গলবার বিকালে সল্টলেকের বিডি ব্লকে বিজেপি নেতা মুকুল রায়ের বাড়িতে যান ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। যদিও দু’জনকে প্রকাশ্যে দেখা যায়নি।
এপ্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি সটান জবাব দেন, “কে বলেছেন আপনাকে আমি মুকুল রায়ের বাড়িতে গেছি? আমি তো জানি না আমি মুকুল রায়ের সঙ্গে দেখা করেছি৷” যদিও তিনি জানিয়েছেন, মুকুল রায় তার দাদার মতো৷ তাই তাঁর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে৷
এদিকে এপ্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনিও এড়িয়ে যান এপ্রসঙ্গ৷ দলের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছে শীলভদ্র দত্ত৷ তা বেশ স্পষ্ট৷ এই পরিস্থিতিতে মুকুলের সঙ্গে শীলভদ্র দত্তের এই সাক্ষাতকে অন্যভাবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা৷ এর আগে শীলভদ্র দত্তের মানভঞ্জন করতে তার বাড়িতে হাজির হয়েছিল পিকের দল৷ তবে তাতে বরফ গলেনি৷ শেষমেষ ছুটে গিয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ এক কথায় বলা যায় ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েছিলেন উনি৷ এখন শীলভদ্র দত্তের একুশের আগে কোনও বোমা ফাটাবেন কিনা তা বলবে আগামী সময়ই৷