দিল্লির উত্তাপ ছুঁল না বঙ্গকে, কৃষকদের সঙ্গে নাড্ডার মধ্যাহ্নভোজে তাৎপর্যপূর্ণ বার্তা

দিল্লির উত্তাপ ছুঁল না বঙ্গকে, কৃষকদের সঙ্গে নাড্ডার মধ্যাহ্নভোজে তাৎপর্যপূর্ণ বার্তা

কলকাতা:  কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনের জোয়ারে যখন উত্তাল রাজধানী, বঙ্গে তখন ভিন্ন রূপ৷ রাজ্য সফরে আসা বিজেপি’র সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা যোগ দিলেন কৃষক সুরক্ষা অভিযানে৷ মঞ্চে কৃষকদের টোকা পরিয়েই সাদর অভ্যর্থনা জানানো হল তাঁকে৷  কৃষকদের কেন্দ্র করে একই দিন দেশের দুই প্রান্ত দেখল দুটি ভিন্ন ছবি৷ উত্তরের উত্তাপ ছুঁল না পূর্বের বাংলাকে৷ 

আরও পড়ুন- বাংলায় বেকারত্বের হার ১৭.৪১%, মমতার সৈনিক হিসাবে গর্বিত দোলা সেন

শনিবার দু’দিনের বঙ্গ সফরে এসেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ বাংলার মাটিতে পা রেখেই ছুঁড়েছেন আক্রমণের তির৷ মমতাকে বিঁধে কৃষকদের সঙ্গে সেরেছেন মধ্যাহ্ন ভোজ৷ আবার আজ তাঁর হাত ধরেই হবে বিজেপি’র রথ যাত্রার সূচনা৷ কিন্তু এত সবের মাঝে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কৃষকদের মাঝে তাঁর উপস্থিতি৷ দিল্লির উপকণ্ঠে কৃষকরা যখন প্রতিবাদের ধ্বজা উড়িয়েছে, তখন বঙ্গে চলল কৃষক তোষণ৷ কৃষকদের মঝে বসে কি বার্তা দিয়ে গেলেন নাড্ডা?

 
কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে নভেম্বর মাস থেকে দিল্লি সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা৷ তবে শান্তিপূর্ণ সেই আন্দোলনে ছেদ পড়ে প্রজাতন্ত্র দিবসে৷ উন্মত্ত কৃষকরা ঢুকে পড়ে রাজধানীর রাজপথে৷ আন্দোলনের আঁচ লাগে লালকেল্লার ঐতিহ্যে৷ আজ দুপুরক ১২টা থেকে ৩টে পর্যন্ত চলছে তাঁদের চাক্কা জ্যাম কর্মসূচি৷ কৃষকদের এই কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক দিল্লি প্রশাসন৷ বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির মেট্রো স্টেশন৷ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ অথচ সেই উত্তেজনার রেশ টুকুও নেই বঙ্গভূমিতে৷ 

আরও পড়ুন- রাজ্য বাজেটে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন নেতাজি সুভাষ?

কৃষকদের অভিযোগ, কেন্দ্রের কৃষি আইনে ন্যূনতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হবেন তাঁরা৷  সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পঞ্জাব হরিয়ানার কৃষকরা৷ তবে কৃষকদের এই দাবি মানতে নারাজ কেন্দ্র৷ বরং বাংলার মাটিতে দাঁড়িয়ে কৃষক বঞ্চনার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন জেপি নাড্ডা৷ তাঁর কথায়, এ রাজ্যে কিষাণ সম্মান নিধি প্রকল্প লাগু না করে ৭০ লক্ষ কৃষককে বঞ্চিত করছেন তিনি৷ আর এখন যখন এই প্রকল্প চালু করার কথা বলছেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে৷ কারণ ‘ততক্ষণে ধান খেয়ে নিয়েছে বুলবুলি’৷ আজ মালদহ থেকে তিনি যখন কৃষক বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন, তখন তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেছে বাংলার কৃষকরা৷ শুধু তাই নয়, এ রাজ্যের কৃষকদের মন ছুঁয়ে তাঁদের সঙ্গে পাত পেরে খিচুরিও খেলেন তিনি৷ আজকের এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − one =